Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশে থাকছে না পাকিস্তানি ক্রিকেটার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯, ১২:৫৫ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯, ১২:৫৫ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘরের মাটিতে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বোর্ড)। এই দুইটি ম্যাচে থাকছেন না পাকিস্তানের কোনো ক্রিকেটার। মিডিয়াকে এই তথ্য নিশ্চিত করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) যুগ্ন সম্পাদক জায়েশ জর্জ।

ভারতের মিডিয়াকে তিনি বলেন, 'এশিয়ার একাদশে কোনও পাকিস্তানি ক্রিকেটার খেলবেন না। এটাই হচ্ছে কথা। সুতরাং পাকিস্তানি ক্রিকেটারদের ভারত কীভাবে মোকাবেলা করবে- এমন প্রশ্নই এখানে আসে না।'

এই দুটি ম্যাচে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিসহ সাত ভারতীয় ক্রিকেটারকে খেলানোর জন্য বিসিসিআই এর কাছে আবেদন করেছে বিসিবি। ধোনি, কোহলি ছাড়া বাকি পাঁচ ক্রিকেটার হচ্ছেন রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার এবং রবীন্দ্র জাদেজা। এদের মধ্যে অন্তত পাঁচজন ক্রিকেটারকে খেলার জন্য অনুমতি দেবে বিসিসিআই।

জায়েশ জর্জ আরও বলেন, 'এশিয়া একাদশে কোন পাঁচজন ভারতীয় ক্রিকেটার খেলবেন এটার সিদ্ধান্ত সৌরভ গাঙ্গুলি (বিসিসিআই সভাপতি) নেবেন।' ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যকার দুটি ম্যাচ আয়োজন নিয়ে বেশ কয়েকমাস আগে  ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এতে সায় দেয় আইসিসি। আগামী বছরের ১৮ ও ২১ মার্চে অনুষ্ঠেয় এই ম্যাচ দুটিকে আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতিও দেয় আইসিসি। এদিকে বিসিসিআই রাজি থাকলে এই ম্যাচের মাধ্যমেই ক্রিকেটে ফিরতে পারেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের এই সাবেক অধিনায়ক ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন।

Bootstrap Image Preview