চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম জয়ের দেখা পেয়েছে রংপুর রেঞ্জার্স। এর আগে টানা চার ম্যাচে হেরে খাঁদের কিনারায় পৌঁছে গিয়েছিল দলটি।
চট্টগ্রামের বিপক্ষে পাওয়া জয়টি সামনের ম্যাচগুলোতেও আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ। বুধবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে শেহজাদ বলেন, 'আমরা গত চার ম্যাচে ভালো খেলিনি। শেষ ম্যাচে আমরা জয় পেয়েছি। খেলোয়াড়রা আত্মবিশ্বাসী আছে। আশা করছি আগামী ম্যাচে ভালো করবো আমরা।'
৫ ম্যাচ খেলে একটি মাত্র জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে দলটি। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে পরের প্রতিটি ম্যাচের জয়ের বিকল্প নেই তাদের। সেই লক্ষ্যেই শুক্রবার নিজেদের ষষ্ঠ ম্যাচে খুলনা টাইগার্রসের বিপক্ষে খেলতে নামবে রংপুর।
এই ম্যাচে খেলার কথা রয়েছে রংপুরের হয়ে খেলতে আসা শেন ওয়াটসনের। তার অন্তর্ভূক্তি রংপুরের শক্তি বাড়াবে বলেই বিশ্বাস শেহজাদের। সেই সঙ্গে নিজের পারফরম্যান্সেও উন্নতি করতে চান এই আফগান উইকেটরক্ষক ব্যাটসম্যান।