Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ব্যর্থতা নিয়ে মোটেও ভাবেন না ইমরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯, ০২:০৯ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯, ০২:০৯ PM

bdmorning Image Preview


ভারত সফরের টেস্ট সিরিজে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ দল। ব্যাটে-বলে পুরোপুরি নিষ্প্রভ ছিলেন দলের ক্রিকেটাররা। দুই ম্যাচের এই সিরিজে ব্যাট হাতে এক ইনিংসেও দুই অংকের ঘরে যেতে পারেননি বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস। তবে এখন ভারত সফরের সেই ব্যর্থতা নিয়ে মোটেও ভাবেন না ৩২ বছর বয়সী ইমরুল। জানিয়েছেন, ভারতের সেই অংশ ভারতেই ডিলিট দিয়ে এসেছেন তিনি।

নভেম্বরের সেই ইমরুল ডিসেম্বরে এসে দেখাচ্ছেন সম্পূর্ণ ভিন্নরূপ। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলা বাঁহাতি এই ব্যাটসম্যান ২ হাফ সেঞ্চুরিতে করেছেন ২৩৫ রান। টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। 

পুরনো ব্যর্থতা ভুলে নতুন করে ভাবছেন ইমরুল। এখন শুধুমাত্র বিপিএলের দিকেই নজর দিচ্ছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই ক্রিকেটার।

বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছে ইমরুল। এদিন তিনি বলেন, 'ভারত সিরিজে ভালো ক্রিকেট খেলিনি এটা মানতেই হবে। শুধুমাত্র আমি না, আমাদের কেউই ভালো ক্রিকেট খেলেনি। ভারতের অংশ ওখানেই শেষ। ওইটা নিয়ে চিন্তা করতে হলে পিছিয়ে যেতে হবে। আমি ওখানেই ডিলিট করে দিয়েছি। বাংলাদেশে নতুন করে টুর্নামেন্ট শুরু হয়েছে আবার নতুন করে চিন্তা ভাবনা করছি।'

'বিপিএলটা নতুন করে শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ শুরুটা ভালো হয়েছে। সামনেও ভালো খেলব সেই আত্মবিশ্বাসটা আছে। আসলে কখন খারাপ, কখন ভালো খেলেছি এগুলা চিন্তা করলে হয় না। পরবর্তী ম্যাচের চিন্তা করাই উত্তম।' যোগ করেন দেশের অন্যতম অভিজ্ঞ এই ক্রিকেটার।

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসে ইমরুলের রান ছিল যথাক্রমে ৬ এবং ৬। প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে নেমে তিনি করেন ৪ এবং ৫ রান। দুই ম্যাচই ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ।

Bootstrap Image Preview