বলয়গ্রাস সূর্যগ্রহণের কারণে ভারতের চলমান রঞ্জি ট্রফির খেলা পিছিয়ে নেয়া হয়েছে। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের ম্যাচগুলো শুরু হয়েছিল বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টায়। আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় দিনের খেলাও একই সময়ে শুরু হওয়ার কথা ছিলো।
কিন্তু সূর্যগ্রহণের সময়ের বাড়তি নিরাপত্তাজনিত কারণে দ্বিতীয় দিনের প্রায় সবগুলো ম্যাচই প্রায় ২ ঘণ্টা করে পিছিয়ে নেয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণ ভারতে যেসব ম্যাচ হচ্ছে, সেখানে নেয়া হয়েছে এ সিদ্ধান্ত। কারণ ভারতের ঐ অংশে প্রায় আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে।
তামিল নাড়ু ও মধ্য প্রদেশের মধ্যকার ম্যাচটি দুই ঘণ্টা পিছিয়ে শুরু হয়েছে বেলা ১২টায়। শুরুর বিলম্ব পুষিয়ে নেয়ার জন্য বিকালের সেশনে ৩০ মিনিট বেশি খেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাজকোট এবং মুম্বাইতে চলমান ম্যাচের ক্ষেত্রেও নেয়া হয়েছে এ সিদ্ধান্ত। এছাড়া কর্ণাটক ও হিমাচল প্রদেশের মধ্যকার ম্যাচটি শুরু হয়েছে বেলা ১১টা ৪৫ মিনিটে। এ ম্যাচেও দ্বিতীয় দিনের খেলা শেষ হবে সন্ধ্যা ৬টায়।
এ বলয় সূর্যগ্রহণ ভারতে শুরু হয়েছিল বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৪ মিনিটে, যা শেষ হয়েছে বেলা ১১টা ৩৫ মিনিটে। এ সময়ের মাঝে সর্বোচ্চ গ্রহণ চলেছে ৯টা ৫৬ মিনিট থেকে ৯টা ৫৭ মিনিট পর্যন্ত। তখন সূর্যটা রূপ নিয়েছিল 'রিং অব ফায়ার' এর।
এদিকে সূর্যগ্রহণের কারণে ক্রিকেট ম্যাচ বন্ধ হওয়ার এটিই প্রথম ঘটনা নয়। প্রায় ৪০ বছর আগে, ১৯৮০ সালে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্টের দ্বিতীয় দিনের খেলা পিছিয়ে নেয়া হয়েছিল রিজার্ভ ডেতে। সেদিন প্রায় ৮৭ শতাংশ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল মাঠ থেকেই।