সিলেট থান্ডারের বিপক্ষে ম্যাচজয়ী ৩৮ বলে ৬১ রানের ইনিংস দিয়ে শুরু হয়েছে ইমরুল কায়েসের এবারের বিপিএল যাত্রা। এরপর খেলা ৬ ম্যাচে তার ইনিংসগুলো যথাক্রমে ১২, ৪৪*, ৬, ৪০, ৬২ ও ১০। সবমিলিয়ে ৭ ম্যাচে ৩৯.১৬ গড় ও ১৪১.৫৬ স্ট্রাইকরেটে ২৩৯ রান করেছেন ইমরুল।
যা কি না এখনও পর্যন্ত দেশিদের মধ্যে সর্বোচ্চ। তবে সবমিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ইমরুলের অবস্থান এখন পঞ্চম। অথচ ঢাকার প্রথম পর্ব শেষে ৩ ম্যাচে ১১৭ রান নিয়ে তিনিই ছিলেন তালিকার শীর্ষে। পরের ৪ ম্যাচে ১২২ রান করলেও নেমে গেছেন পাঁচ নম্বরে।
এ নিয়ে কোনো আক্ষেপ নেই অবশ্য ইমরুলের মাঝে। কারণ তিনি নিজের রান নিয়ে চিন্তা করেন না। বরং দলের ভালোর জন্য যা দরকার, তাই করেন ইমরুল। তা করতে গিয়ে রান কত হয়েছে সেটা ভাবেন না ইমরুল।
আজ (বৃহস্পতিবার) অনুশীলনের ফাঁকে ইমরুল বলেন, ‘আমি আসলে কত নম্বরে আছি এটা নিয়ে চিন্তা করছি না। এগুলো নিয়ে চিন্তা করলে, যে ম্যাচগুলোতে রান করিনি সেগুলায় হয়তো নিজের খেলাটা খেলতে পারতাম। হয়তো ৫০ বল খেলে নিজের জন্য ৬০-৭০ রান করতে পারতাম। কিন্তু আমি চেষ্টা করছি দলের চাওয়া অনুযায়ী খেলার। এখন আমার রান কত হলো এটা বড় কিছু না। টুর্নামেন্টে শেষে কে কত রান করেছে সেটা বড় জিনিস। আমি ওইটার দিকে এতোটা দৃষ্টি দিচ্ছি না।’
এখনও পর্যন্ত মাত্র এক ম্যাচে ইমরুল আউট হয়েছেন দশের নিচে আর চারটি ম্যাচেই খেলেছে চল্লিশোর্ধ্ব রানের ইনিংস। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ভারত সফরের দুই টেস্টের চার ইনিংস একবারও দুই অঙ্কে যেতে পারেননি তিনি।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে নতুন করে টুর্নামেন্ট শুরু হয়েছে, নতুন করে চিন্তাভাবনা করছি। বিপিএলটা নতুন করে শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ শুরুটা ভালো হয়েছে। সামনেও ভালো খেলব সেই আত্মবিশ্বাসটা আছে। আসলে কখন খারাপ, কখন ভালো খেলেছি এগুলা চিন্তা করলে হয় না। পরবর্তী ম্যাচের চিন্তা করাই উত্তম।