Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সূর্যগ্রহণ দেখতে না পেরে হতাশ নরেন্দ্র মোদি  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৪:২৮ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৪:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


উপমহাদেশের অনেকের মতই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখতে এসে হতাশ হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তীব্র কুয়াশা ও আকাশের ঘন মেঘের কারণে অনেকেই সরাসরি দেখতে পারেননি সূর্যগ্রহণ। তাদের মধ্যেই একজন মোদি নিজের দুঃখ প্রকাশ করে লেখেন, অনেক ভারতীয়র মতই আমিও সূর্যগ্রহণ দেখতে খুব উৎসুক ছিলাম। কিন্তু দুর্ভাগ্য, দেখা হলো না।

মোদি ছবিসহ শেয়ার দেয়া তার টুইটে আরো লেখেন, মেঘের কারণে সূর্য দেখা যাচ্ছে না, কিন্তু আমি ‘খোজিকোড’র লাইভ থেকে এক নজর সূর্যগ্রহণ দেখার সুযোগ পেয়েছি। সেই সঙ্গে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এ বিষয়ে নিজের জ্ঞান বাড়িয়ে নিয়েছি।

১৭২ বছরের দীর্ঘ সময় পর আজ হয়ে গেলো বলয়গ্রাস সূর্যগ্রহণ। বৃহস্পতিবার বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ স্থানীয় সময় সকাল ৯টা ৪মিনিট ৪৮ সেকেন্ডে শুরু হয়ে সম্পন্ন হয় ১২টা ৬ মিনিট ৪২ সেকেন্ডে। সর্বোচ্চ সূর্যগ্রহণ সকাল ১০টা ২৮ মিনিটে হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞানীরা। আর পূর্ণ সূর্যগ্রহণ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে দুপুর ২টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হয়।

 

Bootstrap Image Preview