জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষে এশিয়া একাদশের সাথে বিশ্ব একাদশের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট। এরই মধ্যে এ সিরিজের আন্তর্জাতিক স্বীকৃতিও দিয়েছে আইসিসি।
কিন্তু সেই ম্যাচে এশিয়া একাদশে রাখা হয়নি পাকিস্তানের কোন খেলোয়াড়কে।
বৃহস্পতিবার বিসিসিআই-এর তরফে জানান হয়, এশিয়া একাদশের হয়ে ভারত ও পাকিস্তান ক্রিকেটারদের একসঙ্গে খেলতে দেখা যাবে না।
বোর্ডের যুগ্ম-সচিব জয়েশ জর্জ বলেন, ‘আমরা যতদূর জানি, এশিয়া একাদশের হয়ে খেলতে দেখা যাবে না কোনও পাকিস্তানি ক্রিকেটারকে। সুতরাং দুই দেশের ক্রিকেটারদের একই দলের হয়ে খেলার কোনও সম্ভাবনা নেই। এশিয়া একাদশের হয়ে ভারতের কোন পাঁচ ক্রিকেটার খেলবেন, তা ঠিক করবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।’