Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'বঙ্গবন্ধুর' জন্মশতবার্ষিকীতে এশিয়া একাদশে নেই কোন পাক ক্রিকেটার 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৫:২১ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৫:২১ PM

bdmorning Image Preview


জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষে এশিয়া একাদশের সাথে  বিশ্ব একাদশের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট। এরই মধ্যে এ সিরিজের আন্তর্জাতিক স্বীকৃতিও দিয়েছে আইসিসি।

কিন্তু সেই ম্যাচে এশিয়া একাদশে রাখা হয়নি পাকিস্তানের কোন খেলোয়াড়কে। 

বৃহস্পতিবার বিসিসিআই-এর তরফে জানান হয়, এশিয়া একাদশের হয়ে ভারত ও পাকিস্তান ক্রিকেটারদের একসঙ্গে খেলতে দেখা যাবে না।

বোর্ডের যুগ্ম-সচিব জয়েশ জর্জ বলেন, ‘আমরা যতদূর জানি, এশিয়া একাদশের হয়ে খেলতে দেখা যাবে না কোনও পাকিস্তানি ক্রিকেটারকে। সুতরাং দুই দেশের ক্রিকেটারদের একই দলের হয়ে খেলার কোনও সম্ভাবনা নেই। এশিয়া একাদশের হয়ে ভারতের কোন পাঁচ ক্রিকেটার খেলবেন, তা ঠিক করবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।’

Bootstrap Image Preview