পাকিস্তানের বিপক্ষে তাদের ঘরের মাঠে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। টেস্ট সিরিজ খেলবে না টাইগাররা। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে বিসিবি সভাপতি সাফ জানিয়ে দিলেন, ‘পাকিস্তানে আপাতত টেস্ট সিরিজ খেলতে যাবে না বাংলাদেশ।’
পাপন বলেন, পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো সন্দেহ নেই তাদের মনে। তবু আপাতত শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজের জন্যই পাকিস্তান যেতে পারে বাংলাদেশ। সেটিও আবার নির্ভর করছে সরকারের নিরাপত্তা সংস্থার সবুজ সংকেতের ওপর।
এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা সব খোঁজ খবর নিয়েছি। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। আমরা দেখছি প্লেয়ার এবং কোচিং স্টাফরা যাবে কি না? অনেক আগে থেকে কথা বলেছি। কোচিং স্টাফদের বড় অংশ না করে দিয়েছে। তারা যাবে না। আর যাও যাবে কেউ লম্বা সময় ধরে পাকিস্তান থাকতে চায় না।’
খেলোয়াড়দের কয়েকজনও যে পাকিস্তান যেতে রাজি নয়, তা জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আগেই অনেক কোচিং স্টাফ জানিয়ে দিয়েছে তারা রাজি না। এছাড়া কিছু কিছু প্লেয়ারও আছে যারা যেতে চায় না। কিছু প্লেয়ার আছে যেতে রাজি, তবে খুব অল্প সময়ের জন্য। টেস্ট সিরিজ খেলতে গেলে তিন সপ্তাহের বেশি সময় থাকতে হবে, তত দিনের জন্য আসলে সেভাবে কেউ রাজি নয়।’