Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খুলনায় ক্যাথিড্রালের ফাদারকে  বড়দিনের শুভেচ্ছা জানিয়ে কুরআন শরীফ উপহার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৬:২৮ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৬:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


‘ভালবাসা সবার তরে, ঘৃণা নয় কারো পরে এই স্লোগানকে সামনে রেখে ধর্মীও সম্প্রীতি ও প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালনে ২৫ ডিসেম্বর খুলনাস্থ সেন্ট যোসেফস্ ক্যাথিড্রাল পরিদর্শন এবং বড়দিনের শুভেচ্ছা বিনিময় করে আহমদীয়া মুসলিম জামাতের যুব সংগঠন।

শুভেচ্ছা বিনিময় শেষে ইসলামে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব ও হযরত মুহাম্মদ (সা.)-এর প্রকৃত শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বড়দিনের উপহার হিসেবে একটি কুরআন শরীফ প্রদান করা হয় ক্যাথিড্রালের সম্মানিত প্রধান ফাদার আনন্দ সেবাস্তিয়ান মন্ডলের হাতে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহমদীয়া মুসলিম যুব সংগঠনের বিভাগীয় প্রধান ডা. মাহমুদ আহমদ ও স্থানীয় প্রধান শেখ মুহাম্মদ ওমর।

এ ছাড়াও সাতক্ষীরা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় এবং ইসলামের অনিন্দ্য শিক্ষার দাওয়াত পৌঁছানো হয়। বিশেষ করে সাতক্ষীরায় খ্রিস্টানদের জেলা মিশন হাউজের ফাদার লুইজকে এবং সিলেট শহরের খ্রিস্টান চার্চের পাদ্রী নিঝুম সাংমাকে নিখিলবিশ্ব আহমদীয়া মুসলিম জামাতের বর্তমান খলিফার রচিত পুস্তক ‘বিশ্ব সংকট ও শান্তির পথ’ এবং ইসলামের অনিন্দ্য শিক্ষামালা সংক্রান্ত বই-পুস্তক প্রদান করা হয়।

এ সময় তারা আহমদীয়া যুব সংগঠনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং প্রশংসা করেন।

 

Bootstrap Image Preview