Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ড্রেসিংরুম থেকে বের করে দেওয়া হল ভারতীয় নির্বাচককে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৫ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৫ PM

bdmorning Image Preview


ইডেনে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বাংলার রঞ্জি ম্যাচের দ্বিতীয় দিনে ঘটে এমন অপ্রীতিকর ঘটনা। সূর্যগ্রহণ ও মেঘাচ্ছন্ন আবহাওয়া দিনের খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মন্দ আলোয় দু’দফায় ম্যাচ বন্ধ করতে হয় আম্পায়ারদের।

লাঞ্চের আগে দিনের প্রথম সেশনে মোটে ৯ ওভারের খেলা সম্পন্ন হয়। সেই সময়েই বাংলার ড্রেসিংরুমে দেখা যায় জাতীয় নির্বাচক তথা প্রাক্তন বাংলা অধিনায়ক দেবাং গান্ধীকে।

বাংলার বেশিরভাগ ক্রিকেটার ও কোচিং স্টাফ বিষয়টি এড়িয়ে গেলেও জাতীয় নির্বাচককে প্লেয়ার্স এন্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়ায় দেখামাত্র বোর্ডের অ্যান্টি করাপশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন সিনিয়র তারকা মনোজ তিওয়ারি। 

খানিকটা অভিযোগের সুরে মনোজ এসিইউ অফিসার সৌমেন কর্মকারের কাছে জানতে চান বাংলার ড্রেসিংরুমে জাতীয় নির্বাচকের বিচরণ বৈধ কিনা।

বিষয়টি নিয়মবিরুদ্ধ উপলব্ধি করেই বোর্ডের দুর্নীতি দমন শাখার আধিকারিক দেবাং গান্ধীকে পিএমওইউ ছাড়ার নির্দেশ দেন। 

পরে মনোজ নিজে আলোচনা প্রসঙ্গে এই ঘটনা সম্পর্কে সাংবাদিকদের অবগত করেন। তাঁর স্পষ্ট মত, বোর্ডের নিয়ম সবার মেনে চলা উচিত। বাকিরা বিষয়টিকে গুরুত্ব না-দিলেও তিনি এমন নিয়মবিরুদ্ধ কাজ মেনে নিতে পারেননি। 

সূত্রঃকলকাতা

Bootstrap Image Preview