ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দাদের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝাতে এবার ভিন রাজ্য থেকে কর্মী আমদানি করছে বিজেপি। কমপক্ষে ৩০ হাজার দলীয় কর্মী চেয়ে পাঠিয়েছে প্রদেশ বিজেপি নেতৃত্ব, যেন রাজ্যের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সিএএ সম্পর্কে বোঝানো যায়।
২০২০ সালের জানুয়ারির শেষ থেকেই এই কাজ শুরু হবে বলে জানা গেছে। গত মঙ্গলবার দলের কার্যকরী সভাপতি জে পি নাড্ডা কলকাতায় গিয়েছিলেন। তখন এ ব্যাপারে আলোচনা হয় প্রদেশ নেতৃত্বের সঙ্গে।
কিন্তু এখানেই প্রশ্ন উঠেছে, তাহলে কি মাত্র সাত মাস আগে লোকসভা ভোটে ১৮টি আসন জিতেও কর্মীর অভাব দেখা দিয়েছে রাজ্য বিজেপিতে। এই ইস্যুতে শুক্রবার বিজেপির নারী শাখার সঙ্গেও বৈঠক রয়েছে রাজ্য নেতাদের। সিএএ–র সমর্থন জানিয়ে রাজ্যবাসীর স্বাক্ষরিত চিঠিও প্রধানমন্ত্রীকে পাঠানো হবে বলে জানিয়েছেন তারা।
এদিকে, আজ বৃহস্পতিবারই পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় স্বীকার করে নেন, আসামে এনআরসি–তে ভুলভ্রান্তি হয়েছিল। তবে এনআরসি ইস্যু প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে তৈরি হয়েছিল, যা পরে সুপ্রিম কোর্টের নির্দেশ মোদি সরকারের আমলে প্রয়োগ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।