Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দানেশ কানেরিয়া হিন্দু হওয়ায় এক টেবিলে খেতে দেওয়া হত নাঃ শোয়েব আখতার 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ১২:২৬ AM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯, ১২:২৬ AM

bdmorning Image Preview


ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিতর্কের মাঝে বিস্ফোরক দাবি করলেন পাকিস্তানের সাবেক তারকা খেলোয়াড় শোয়েব আখতার। শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে পাক ক্রিকেটার দানেশ কানেরিয়ার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছিল।  তাঁর কথায়, ''হিন্দু হওয়ার জন্য এক টেবিলে খেতে দেওয়া হত না।''   

পাকিস্তানি টিভি চ্যানেলে পিটিভি স্পোর্টসে 'গেম অন হ্যায়' অনুষ্ঠানে শোয়েব আখতার বলছেন,''আঞ্চলিক ব্যাপার নিয়ে আমার কেরিয়ারে দু-তিনজনের (ক্রিকেট দল) সঙ্গে ঝামেলা হয়েছে। যেমন- করাচি, পঞ্জাব বা পেশোয়ার। দানেশ কানেরিয়া এক টেবিলে খেতে বসলে ভ্রু কোঁচকাতেন অধিনায়ক। ধর্মের কারণে খাবার তুলতে দেওয়া হন না কানেরিয়াকে।''   

কানেরিয়ার সঙ্গে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ করেছিলেন শোয়েব। তাঁর কথায়,''আমি বলেছিলেন, অধিনায়ক তুমি ঘরে। তোর দেশকে জিতিয়েছে ও। দানেশ না থাকলে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততাম না। বড় বড় ব্যাটসম্যানকে ও আউট করেছে। আমি তো টেলএন্ডারদের ৪ উইকেট নিয়েছিলাম। কেন কৃতিত্ব দিচ্ছেন না?'' 

শোয়েব আরও বলেন,''ধর্ম বা আঞ্চলিক বৈষম্য আমি পছন্দ করি না। পাকিস্তানে জন্ম নেওয়া হিন্দুর দেশের প্রতিনিধিত্ব করার অধিকার রয়েছে। একজন হিন্দুর জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ (২০০৫) জেতার পর আমি সতীর্থ বলেছিলাম।''   

Bootstrap Image Preview