Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার রংপুরকে হারিয়ে ছন্দ ফিরে পেতে মরিয়া খুলনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ১০:১৬ AM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯, ১০:১৬ AM

bdmorning Image Preview


ঢাকায় প্রথম দুই ম্যাচে জয়। তারপর চট্টগ্রামে খুলনার যাত্রা শুরু হয়েছিল রাজশাহীকে ৫ উইকেটে হারিয়ে। মুশফিকুর রহীমের ব্যাট থেকে আসা ৫১ বলে ৯৬ রানের অসামান্য ইনিংসের ওপর ভর করে রাজশাহীর ১৮৯ রানের বড়সড় স্কোর টপকে যায় খুলনা। মানে টানা তিন খেলায় জয়ের পর হঠাৎ ছন্দপতন।

তারপরের দুই ম্যাচ টানা হার। কাল শুক্রবার সেই হারের বৃত্তেই আটকে থাকবে খুলনা টাইগার্স? নাকি বেরিয়ে এসে আবার জয়ের পথ খুঁজে পাবে? সেটাই দেখার।

দক্ষিণ আফ্রিকান পেস বোলিং অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্ক এর কথা শুনে অবশ্য মনে হচ্ছে, খুলনা ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে দৃঢ়প্রতিজ্ঞ। ঢাকায় প্রথম ভাগে দুই ম্যাচ টানা জয়ের সুখস্মৃতি স্মরণে এনে আজ বৃহস্পতিবার অনুশীলনে সাংবাদিকদের সাথে আলাপে ফ্রাইলিঙ্ক বলেন, ‘আমাদের শুরুটা ভালই ছিল। আমরা টানা তিন ম্যাচ জিতেছিলাম। যার দুটি এই শেরে বাংলায়।’

এর মধ্যে সিলেট থান্ডারের কাছে হারের কারণ ব্যাখ্যা করে ফ্রাইলিঙ্ক বলেন, ‘আন্দ্রে ফ্লেচার ও জনসন চার্লস এই দুই ওয়েস্ট ইন্ডিয়ান দুর্দান্ত ব্যাটিং করায় আমরা হেরে গেছি। তাদের অসামান্য ব্যাটিং শৈলি থামানো বোলারদের জন্য খুবই কঠিন কাজ ছিল।’

শেষ ম্যাচে রাজশাহী রয়্যালসের কাছে ৭ উইকেটের হার নিয়ে খুলনার এই প্রোটিয়া অলরাউন্ডারের ব্যাখ্যা, ‘আমরা শেষ ম্যাচে পাওয়ার প্লে‘তে চার উইকেট হারিয়ে বসেছিলাম। ২০ ওভারের ম্যাচে পাওয়া প্লে‘তে ৪ উইকেটে হারালে আর কি থাকে বলুন?’

তবে এই হারের ধাক্কা সামলে আবার জয়ের পথ খুঁজে পেতে মরিয়া খুলনা। ফ্রাইলিঙ্কের ভাষায়, ‘টি-টোয়েন্টি হলো পুরোপুরি ছন্দের খেলা। এখানে ছন্দ ফিরে পাওয়াটাই বড় কথা। আশা করছি আগামীকালের ম্যাচে আমরা হারানো ছন্দ ফিরে পাব।’

Bootstrap Image Preview