আইসিসির এফটিপি অনুযায়ী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে বাংলাদেশের খেলার কথা আছে তিনটি টি-টুয়েন্টি ও দুটি টেস্ট। টি-টুয়েন্টি খেলতে রাজি হলেও দেশটিতে টেস্ট সিরিজ খেলতে আগ্রহী নয় বাংলাদেশ। ম্যাচ দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় প্রশ্ন দেখা দিয়েছে এর ভবিষ্যৎ নিয়ে।
সপ্তাহখানেকের মধ্যে পাকিস্তানে টি-টুয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরতে চায় বাংলাদেশ দল। ঝুঁকিপূর্ণ দেশটিতে দীর্ঘদিন অবস্থান করে টেস্ট সিরিজ খেলার ব্যাপারে আগ্রহী নন খেলোয়াড়-কোচরাও। নিরাপত্তা ইস্যুতে টেস্ট সিরিজ ভেস্তে যাওয়ার সম্ভাবনা প্রবল।
এমন অবস্থায় টেস্টের ভাগ্য নিয়ে মন্তব্য করা কঠিন বিষয় হিসেবে উল্লেখ করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নিরপেক্ষ ভেন্যুতে তারিখ পিছিয়ে হতে পারে সিরিজটি।
‘আসলে আমি এখনও পুরোপুরি প্রক্রিয়াটা জানি না। এমন পরিস্থিতি বারবার আসে না। আমি যেটা জানি ওরা এটা নিয়ে অবশ্যই আলোচনা করবে। প্রথম কথা হচ্ছে, আশা করব তারা আমাদের পরিস্থিতি বুঝবে এবং নিরপেক্ষ ভেন্যুতে টেস্টের ব্যবস্থা করবে। কারণ তারা এটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছে। এমন তো না যে আমাদের সঙ্গে প্রথম করছে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওরা এমনই করেছে, তো আমাদের সঙ্গে করতে অসুবিধা কোথায়।’
‘দ্বিতীয়ত আমরা চাই ওদের(পাকিস্তান) দেশে ক্রিকেট ফিরুক। এটা নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই। এতদিন পর আমরা ওখানে যাচ্ছি, আমাদের দিকটাও চিন্তা করতে হবে। আমাদের খেলোয়াড়, কোচিং স্টাফদের কথা। তারাও প্রথমে একবার দেখতে চাচ্ছে। না গেলে কী হবে, এটা বলা কঠিন। তবে একটা হতে পারে নতুন সূচিতে খেলা।’