বঙ্গবন্ধু বিপিএলের প্রথম দুই পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বিদেশিদের জয়জয়কার। ছয় ম্যাচে সর্বোচ্চ ৩০০ রান করেছেন কুমিল্লার ইংলিশ ব্যাটসম্যান দাভিদ মালান। তবে বোলিংয়ে সবাইকে চমকে দিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশের এক নবীন পেসার। পাঁচ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন চট্টগ্রামের মেহেদী হাসান রানা।
সেরা পাঁচে আছেন বাংলাদেশের আরও দু’জন। সমান আটটি করে উইকেট নিয়েছেন কুমিল্লার সৌম্য সরকার ও চট্টগ্রামের রুবেল হোসেন। নয় উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রাজশাহীর ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। আট উইকেট নিয়ে তিনে কুমিল্লার আফগান স্পিনার মুজিব-উর রহমান।
রান তোলায় শীর্ষ চারে জায়গা হয়নি বাংলাদেশের কারও। স্থানীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান করে এখন পর্যন্ত পঞ্চম টপ স্কোরার ইমরুল কায়েস। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এ বাঁ-হাতি ব্যাটসম্যান সাত ম্যাচে করেছেন ২৩৫ রান। সর্বোচ্চ ৬২। গড় ৩৯.১৬। স্ট্রাইকরেট ১৪১.৫৬। হাফ সেঞ্চুরি দুটি।
শীর্ষ পাঁচে মালান ও ইমরুলের মাঝে আছেন খুলনার রাইলি রুশো (২৫৯), চট্টগ্রামের চাডউইক ওয়ালটন (২৪০) ও সিলেটের জনসন চার্লস (২৩৬)। ছয় নম্বরে আরেক বিদেশি। চট্টগ্রামের লংকান ব্যাটসম্যান অভিষ্কা ফার্নান্দো। তিনি পাঁচ ম্যাচে করেছেন ২২১ রান।
মাঝে দুটি ম্যাচ খেলতে না পারলেও চট্টগ্রামপর্বে ভালো খেলে সাতে উঠে এসেছেন দেশের হয়ে সব ফরম্যাটের সফলতম ব্যাটসম্যান তামিম ইকবাল। ঢাকা প্লাটুনের হয়ে পাঁচ ম্যাচে তামিমের রান ২০৪ রান। সর্বোচ্চ ৭৪। গড় ৫১। স্ট্রাইকরেট ১১৭.২৪। ফিফটি দুটি। এছাড়া নয় ও দশে আছেন আরও দুই স্থানীয়- রাজশাহীর লিটন দাস (১৮৭) ও সিলেটের মোহাম্মদ মিঠুন (১৭৯)।