Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভবিষ্যত লেগ স্পিনার হিসেবে গুরুত্ব নেই লিখনের: নাজমুল হাসান পাপন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ১১:৫৪ AM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯, ১১:৫৫ AM

bdmorning Image Preview


বাংলাদেশের সাবেক কোচ চান্দিকা হাথুরুসিংহের অন্যতম প্রিয় শিষ্য ছিলেন জুবায়ের হোসেন লিখন। তাঁর সুনজরে পড়ার কল্যাণেই ২০১৪ সালে টেস্ট অভিষেক হয় এই লেগ স্পিনারের। কিন্তু মাত্র এক বছরের মাথায় জাতীয় দল থেকে বাদ পড়ে যান ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। হাথুরুসিংহেও মুখ ঘুরিয়ে নেন।

এরপর ঘরোয়া লিগসহ বিপিএলেও ব্রাত্য হয়ে আছেন লিখন। সুদূর ভবিষ্যতেও লিখনের জাতীয় দলে খেলার সম্ভাবনা খুব উজ্জ্বল নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কথাতে এমনই আভাস পাওয়া গেছে।

বাংলাদেশ দলের ভবিষ্যত লেগ স্পিনার হিসেবে লিখনের প্রতি আপাতত গুরুত্ব দিচ্ছেন না নাজমুল হাসান। তার পরিবর্তে আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ হোসেন এবং মিনহাজুল আবেদীন আফ্রিদির প্রতি নজর রাখার কথা জানান বিসিবি প্রধান।  

নাজমুল হাসান বলেন, ‘আমাদের চোখ ছিল তিনজনের দিকে। একজন বিপ্লব এবং বাকি দুজন আফ্রিদি ও রিশাদ। বিপ্লবের খেলার কথা খেলছে, কিন্তু আফ্রিদি খুব একটা বোলিং করছে না কিংবা সব ম্যাচে খেলছে না। এটা নিয়ে আজ আমরা বসেছিলাম। এটা একটা গাইডলাইন দেয়া হয়েছিল। অন্যরা আবার ভালো করছে।’

চলমান বঙ্গবন্ধু বিপিএলেও শুরুতে দল পাননি জুবায়ের হোসেন লিখন। পরবর্তীতে ড্রাফট থেকে তাকে দলে ভেড়ায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু এখন পর্যন্ত একটি ম্যাচেও মাঠে নামা হয়নি তার।

২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর বাংলাদেশের হয়ে ৬টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলেছেন লিখন। টেস্টে ১৬, ওয়ানডেতে ৪ এবং টি-টোয়েন্টিতে ২টি উইকেট শিকার করেছেন এই লেগ স্পিনার। 

Bootstrap Image Preview