Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বড়দিনের উৎসবের মধ্যেই ফের উত্তাল হংকং

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ১২:১৪ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯, ১২:১৪ PM

bdmorning Image Preview


হংকংয়ে ফের পুলিশের সঙ্গে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বড়দিনের উৎসবের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে হংকংয়ের বিভিন্ন অঞ্চলে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ দিন হংকংয়ের গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা বিভিন্ন শপিং সেন্টারের সামনে জড়ো হয়ে ছোট আকারে ফ্ল্যাশমবের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীদের সঙ্গে তখন পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, পিপার স্প্রে ও কাঁদানে গ্যাস ব্যবহার করেন।

জানা গেছে, সাদা পোশাকের পুলিশ আন্দোলনকারীদের ভিড়ে মিশে থেকে কয়েকজনকে প্রতিবাদস্থল থেকে আটক করেছে।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে হংকংয়ের বেইজিংপন্থি প্রধান নির্বাহী ক্যারি ল্যাম। তবে এ জন্য বিক্ষোভকারীদের দায়ী করেছেন তিনি। এক ফেসবুক বার্তায় তিনি আন্দোলনকারীদের লাগামহীন ও স্বার্থপর দাঙ্গাবাজ বলে অভিহিত করেছেন।

Bootstrap Image Preview