সেঞ্চুরি করতে পারলেন না মার্নাস ল্যাবুশানে। সেঞ্চুরির সম্ভাবনা ছিল স্টিভেন স্মিথেরও। ৭৭ রান নিয়ে আজ দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে আর মাত্র ৮ রান যোগ করতে পেরেছেন তিনি। ৮৫ রান করার পরই ফিরে গেছেন নেইল ওয়াগনারের বলে। সেঞ্চুরির সম্ভাবনা শেষ হয়ে গেলো তারও।
এরপর ট্রাভিস হেড আর অধিনায়ক টিম পেইন মিলে নিউজিল্যান্ডের মাথা ব্যাথা তৈরি করলেন। দু’জনই পৌঁছে যান সেঞ্চুরির সম্ভাবনায়। কিন্তু তিন অংকের ঘরে পৌঁছাতে পারলেন কেবল ট্রাভিস হেড। তিনি আউট হলেন ১১৪ রান করে। অধিনায়ক টিম পেইন ফিরে গেলেন ৭৯ রান করে।
হেড-পেইন ফিরে যেতেই দ্রুত শেষ হয়ে গেলো অস্ট্রেলিয়ার ইনিংস। ৪৩৪ রানের মাথায় আউট হন টিম পেইন। এরপর ৪৫৮ রানের মাথায় অষ্টম উইকেট হিসেবে ফিরে যান ট্রাভিস হেড। শেষ পর্যন্ত মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়া অলআউট হলো ৪৬৭ রানে।
নিউজিল্যান্ডের হয়ে নেইল ওয়াগনার ৮৩ রান দিয়ে একাই নেন ৪ উইকেট। টিম সাউদি নেন ৩টি, কলিন ডি গ্র্যান্ডহোম ২টি এবং ট্রেন্ট বোল্ট নেন ১টি উইকেট।