Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অতিমাত্রার নিরাপত্তাই ভাবাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ০১:৩১ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯, ০১:৩১ PM

bdmorning Image Preview


পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরের মাঠের সিরিজগুলোতে নিরাপত্তা জোরদার করতে কঠোর ব্যবস্থা নিয়ে থাকে দেশটি। কিন্তু এই অতিমাত্রার নিরাপত্তাই ভাবাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। বৃহস্পতিবার এমনই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি হয়েছে বিসিবি। কিন্তু দলের অনেক তারকা ক্রিকেটার এই সিরিজ খেলতে রাজি নয় বলে জানান বিসিবি সভাপতি।

দীর্ঘদিন ধরে কঠোর নিরাপত্তায় বদ্ধ পরিবেশে থাকা সম্ভব নয় বলে মনে করেন অনেক ক্রিকেটার। যে কারণে তারা পাকিস্তানে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে। একই সঙ্গে জাতীয় দলের কোচিং স্টাফরাও লম্বা সময়ের জন্য পাকিস্তানে অবস্থান করতে ইচ্ছুক নন।

ফলে শক্তিশালী দল পাঠানো নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে বিসিবি। নাজমুল হাসান বলেন, ‘এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থায় কতোদিন থাকা যায়। খুবই নিরাপত্তা সেখানে। একেবারে বদ্ধ একটা পরিবেশ। এ রকম বদ্ধ পরিবেশে কতোদিন থাকা যায়। এতোদিন ওই অবস্থার মধ্যে থাকা সম্ভব না। এখানে মানসিক ইস্যু রয়েছে।’

বাংলাদেশ শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি হলেও পিসিবি নিজেদের আগের সিদ্ধান্তেই অনড়। টেস্ট এবং টি-টোয়েন্টি; দুটি সিরিজই পাকিস্তানে আয়োজন করতে চায় তারা।

যদিও এই মুহূর্তে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলার কোনো সম্ভাবনাই দেখছেন না বিসিবি সভাপতি। তাই বাংলাদেশের পরিস্থিতি বোঝার জন্য পিসিবিকে অনুরোধ করেছেন তিনি।

Bootstrap Image Preview