Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফ্লাডলাইট জ্বালিয়েই শুরু হবে দুপুর ২টার ম্যাচ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ০১:৫৬ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯, ০১:৫৬ PM

bdmorning Image Preview


১৪ ডিসেম্বরের পর ২৭ ডিসেম্বর- ক্যালেন্ডারের পাতা উল্টে হিসেব কষলে ১২ দিন পর আবার বিপিএল ঢাকায়। তবে ঢাকার এ পর্ব শুরুর আগেই পৌষের শীতে হঠাৎ বৃষ্টি এসে হানা দিয়েছে।

কাল বৃহষ্পতিবার রাতে বৃষ্টি হয়েছে প্রায় পুরো রাজধানীতেই। এর সাথে ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। আর আকাশে সূর্য্যের দেখা নেই। মেঘে ঢাকা।

আজ সকাল থেকে যদিও বৃষ্টি নেই, তবে খুব স্বস্তির খবরও কিন্তু নেই। ক্রিকেট অনুরাগীদের জন্য একটা ছোট খাট দুঃসংবাদ আছে। আজ বিকেলে একটু-আধটু বৃষ্টির সম্ভাবনাও আছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদিন এমন ঘন মেঘ ও কুয়াশায়ই থাকবে। সূর্য্য ওঠার সম্ভাবনা খুব কম। তবে ভারি বা মাঝারি নয়। ইলশে গুড়ি বৃষ্টি হতে পারে শেষ বিকেলে।

তবে সেটাও খুব বেশি সময় নাকি স্থায়ী হবে না। অল্প কিছু সময় একটু টিপ টিপ বৃষ্টিতে ভিজতে পারে রাজধানী ঢাকাসহ চারপাশ। যদি তাই হয়, তাহলে নিশ্চিতভাবেই বিঘ্নিত হবে মাশরাফি-তামিমের ঢাকা ও ইমরুল কায়েসের চট্টগ্রামের হাই ভোল্টেজ ম্যাচ।

এদিকে দুপুর গড়িয়ে আসলেও শেরে বাংলা স্টেডিয়ামের চারপাশ একদম ঘন কুয়াশা ও মেঘে ঢাকা। অনেকটাই অন্ধকার। আলো স্বাভাবিকের চেয়ে বেশ কম। 

এরকম অবস্থায় ধরেই নেয়া যায়, আজ দুপুর ২টার ম্যাচটিও হয়ত ফ্লাডলাইট জ্বালিয়েই শুরু করতে হবে। না হয়, আলোর স্বল্পতায় ভুগবে ম্যাচ।

কজেই ধরেই নেয়া যায়, মেঘ ও কুয়াশা কেটে আলো না বাড়লে ঢাকা প্লাটুন আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচটিও হয়ত দুপুরেই ফ্লাডলাইটের আলোয় শুরু হবে।

Bootstrap Image Preview