Bootstrap Image Preview
ঢাকা, ০৭ সোমবার, জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কক্সবাজারে ট্রলারডুবি, নিখোঁজ ১১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ০২:০৫ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯, ০২:০৫ PM

bdmorning Image Preview


কক্সবাজারের মাতারবাড়ীর কাছে বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ১১ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনায় ঘটে। উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড।

জানা যায়, ট্রলারটি মোট ২৩ জন ছিলেন। ঘটনার পরপরই এলএনজিবাহী জাহাজ ও ফিশিং বোট সী পাওয়ার ১২ জনকে জীবিত উদ্ধার করে।

খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযানে নামে নৌবাহিনীর জাহাজ অপরাজেয় ও কোস্টগার্ডের জাহাজ সৈয়দ নজরুল।

কোস্টগার্ডের জাহাজ সৈয়দ নজরুল একজনের মরদেহ উদ্ধার করেছে বলে জানান কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, উদ্ধার হওয়া একজনের মরদেহ কোস্টগার্ড হেফাজতে রয়েছে। নিখোঁজ বাকি ১০ জনকে উদ্ধারে অভিযান চলছে।

Bootstrap Image Preview