Bootstrap Image Preview
ঢাকা, ০৭ সোমবার, জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জনগণের টাকায় হাওরে বাঁধ নির্মাণ হবে, দুর্নীতি সহ্য করা হবে না: পরিকল্পনামন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ০২:৩৮ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯, ০২:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া হাওরের বোরো ফসলরক্ষা বেড়িবাঁধ প্রকল্পের কাজের কার্যক্রম আনুষ্ঠানভাবে উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টায় নলুয়া হাওরের ভুরাখালী এলাকাস্থ নলুয়া হাওর পোল্ডার-১ এর আওতাধীন বেড়িবাঁধের ৭ ও ৮ নম্বর প্রকল্পের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ আসনের স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।

এ সময় মন্ত্রী স্থানীয় সাংবাদিকদের বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার হাওরাঞ্চলের মানুষের উন্নয়ন কাজ করছে। তিনি বলেন, হাওরের ফসল রক্ষায় সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। এর মধ্যে সরকার নদী, খাল খননের বড় বড় প্রকল্প হাতে নিয়েছে। তিনি আরও বলেন, নদী রক্ষায় সরকার সারা দেশে উচ্ছেদ অভিযান চালিয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। হাওরের বেধিবাঁধ নির্মাণকাজ সঠিকভাবে নীতিমালা অনুয়ায়ী নিদিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে।

এর আগে তিনি ভুরাখালী গ্রামে বলেন, `হাওরের কোনোধরনের অনিয়ম, গাফিলতি, দুর্নীতি সহ্য করা হবে না। কারণ জনগণের টাকায় হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ হয়। এটি মনে রাখতে হবে কাজের দায়িত্বে থাকা দায়িত্বশীলদের।'

তিনি বলেন, বর্তমান সরকার হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। গ্রামের ঘরে পৌঁছে যাচ্ছে বিদ্যুৎ। স্বাস্থ্যসেবা, চিকিৎসা, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ব্যবস্থাসহ নাগরিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এই সরকার।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনএ) মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এ তথ্য সেবা কেন্দ্রে কর্মকর্তা লুফিয়া জান্নাতের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল নবী, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

উপজেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায় এবার জগন্নাথপুরে ৪৫টি প্রকল্প কমিটি (সিআইসি) গঠনের মাধ্যমে ৪২.৩১০ কিলোমিটার কাজ হবে। এতে বরাদ্দ পাওয়া গেছে তিন কোটি টাকা।

 

Bootstrap Image Preview