হ্যামস্ট্রিংয়ের চোট ভালোই ভোগাচ্ছে টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। ভারতের বিপক্ষে কলকাতায় দিবারাত্রি ম্যাচে ব্যাট করতে গিয়ে টান লাগে হ্যামস্ট্রিংয়ের। এরপর যেন স্বস্তি মিলছে না তার।
দেশে ফেরার পরপরই শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিবিপিএল)। তার কাঁধেই দেয়া হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ভার। কিন্তু মাঠেই নামতে পারেননি প্রথম দুই ম্যাচে। তার বদলে চট্টগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন রায়াদ এমরিত। এমরিতের নেতৃত্বে এক ম্যাচে জয় আর এক ম্যাচে হেরেছিল দলটি।
তৃতীয় ম্যাচে অবশ্য একাদশে ফেরেন রিয়াদ। টানা তিন ম্যাচেই জয় পায় তার দল। নিজের প্রথম দুই ম্যাচে ১৫ আর ২ রান করলেও তৃতীয় ম্যাচে পান অর্ধশতকের দেখা।
দীর্ঘক্ষণ উইকেটে থাকাটাই বোধ হয় ঝামেলা বাধায় রিয়াদের। এই ম্যাচে আবারও চোট পান হ্যামস্ট্রিংয়ে। তা নিয়েই ব্যাট করেন আরও কিছুক্ষণ। শেষ পর্যন্ত ৫৯ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। ওই ম্যাচে আর নামতে হয়নি ফিল্ডিং করতে।
চট্টগ্রাম পর্ব শেষে ঢাকা ফিরেছে দল। আজ দলের অনুশীলন না থাকলেও মাহমুদউল্লাহ এসেছিলেন দুপুর ১২টার দিকে। একাডেমি মাঠের এক কোনায় একাই ব্যায়াম করেন ঘণ্টাখানেক।