Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশি ক্রিকেটকে প্রশংসায় ভাসালেন শোয়েব মালিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৮ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৮ PM

bdmorning Image Preview


২০ বছরের ক্যারিয়ারে বাংলাদেশে অনেকবার এসেছেন শোয়েব মালিক। বাংলাদেশের উথান-পতন সবই দেখা আছে তার। এবারের বঙ্গবন্ধু বিপিএলে রাজশাহী রয়্যালসের হয়ে খেলছেন মালিক। এর আগেও বিপিএলে খেলে গেছেন। তবে এবারের বিপিএলকে বিশেষভাবে দেখছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

মালিকের মতে বিশ্বের সকল টি-টোয়েন্টি লিগগুলোর মধ্যে বিপিএল অন্যতম। প্রতি বছর ধাপে ধাপে উন্নতি হচ্ছে বিপিএলের। যা বাংলাদেশের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন পাকিস্তানের এই অভিজ্ঞ ক্রিকেটার। 

এছাড়া বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলো যে ভালো করছে সেটাও নজরে আছে মালিকের। যে কারণে মালিক মনে করছেন, সঠিক পথে হাঁটছে বাংলাদেশের ক্রিকেট। রাজশাহীর এই অলরাউন্ডার আশাবাদী দ্রুত বড় কোনো শিরোপা ঘরে তুলবে বাংলাদেশ।

মালিক বলেন, `বিশ্বের টি-টোয়েন্টি লিগগুলোর মধ্যে বিপিএল অন্যতম। প্রতি বছরই উন্নতি হচ্ছে বিপিএলের। এটা খুবই ইতিবাচক একটি দিক যেকোনো দেশের জন্য। আপনি সঠিক পথে থাকলে সব কিছু আপনার দিকেই যাবে। আয়োজকদের ধন্যবাদ দিতে চাই।'

`এবছর তারা অনেক ভালোভাবে বিপিএল আয়োজন করেছে। আপনি বাংলাদেশের দিকে তাকান দেখতে পারবেন 'এ' দল অনূর্ধ্ব-১৯ দল ভালো পারফর্ম করছে। এর মানে হচ্ছে সঠিক পথে হাঁটছে বাংলাদেশের ক্রিকেট। আশা করছি দ্রুত বড় কোনো শিরোপা জিতবে বাংলাদেশ।' মালিক আরও যোগ করেন।

পাকিস্তানের হয়ে ১১১টি টি-টোয়েন্টি খেলা মালিক এবার রাজশাহীর হয়ে সব ম্যাচে খেলেছেন। খুলনা টাইগার্সের বিপক্ষে খেলেছেন ৮৭ রানের নজরকাড়া ইনিংস। মালিকের পাশাপাশি দল হিসবেও ভালো পারফর্ম করছে রাজশাহী। ৫ ম্যাচে ৪টিতে জিতে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আন্দ্রে রাসেলের দল। 

Bootstrap Image Preview