Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কেউ যদি আমাকে 'ইমরুল ব্রো' ডেকে মজা পায় আমার কোন আফসোস নাইঃ ইমরুল কায়েস 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৭:২৭ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৭:২৭ PM

bdmorning Image Preview


বেশ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে 'ইমরুল ব্রো' নামটা ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। শুধু তাই নয়,এই খবর ইমরুল কায়েসের কান পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছে।

আজ ঢাকা প্লাটুনের বিপক্ষে ৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে চট্টগ্রামকে ৬ উইকেটের বিরাট জয় উপহার দিয়েছেন ইমরুল কায়েস। দুর্দান্ত এই পারফম্যান্সের জন্য হয়েছেন ম্যাচ সেরা।

তাই খেলা শেষে গণমাধ্যমের মুখোমুখি ইমরুল। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, সবাই আপনকে এখন 'ইমরুল ব্রো' নামে ডাকে। এই  জন্য আপনার আপত্তি আছে?

এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে ইমরুল কায়েস হেসেই ফেললেন, হাসতে হাসতে বললেন, কেউ যদি আমাকে ইমরুল ব্রো ডেকে মজা পায় আমার কোন আফসোস নাই। আমাকে ভালোবেসে ডাকছে সমস্যা কী?

এই নামটা কে বা কারা দিয়েছেন ইমরুল কায়েস সেটা জানেন না। তবে সামাজিক যোগাযোগের সব থেকে বড় মাধ্যম ফেসবুকে 'ইমরুল ব্রো' নামে একটা পেজ আছে। সেখান থেকেই এই নামের উৎপত্তি। 
 

Bootstrap Image Preview