Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইমরুল আমাকে'ধন্যবাদ'ও দিলো নাঃ মাশরাফি  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৮:১৮ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৮:১৮ PM

bdmorning Image Preview


ঢাকায় দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা প্লাটুন। সেই ম্যাচে ঢাকার দেওয়া ১২৫ রানের লক্ষে ব্যাটিং করছিলো চট্টগ্রামের ক্যপাটেন ইমরুল কায়েস ও চ্যাডউইক ওয়ালটন।

তখন খেলায় ৩ ওভার ৫ বল চট্টগ্রাম ২ উইকেট হারিয়ে দলীয় ২৬ রান সংগ্রহ করেছে। সেই সময় বোলিং করছিলেন অফ স্পিনার মেহেদী হাসান। ওভারের শেষ বল ইমরুল ডিফেন্স করেন এরপর ফিল্ডারের হাতে বল না যেতে তিনি পপিং ক্রিজ ছেড়ে বাহিরে বেরিয়ে এসে উইকেট পর্যবেক্ষণ করতে থাকেন।

কিন্তু পাক ফিল্ডার শাদাব খান বলটি উইকেটে মারেন। এরপর আম্পায়ারের কাছে আউটের জন্য আবেদন করেন। আম্পায়ার আউটের সিন্ধান্ত নেওয়ার জন্য থার্ড আম্পায়ারের কল করবে ঠিক সেই মুহুর্তে মাশরাফি আউটের আবেদন বাতিল করে দেন। সেই সাথে আম্পারকে জানান এই আউট  তাঁরা নিবেন না। 

নতুন জীবন পেয়ে ইমরুল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ান। ঢাকার বোলারদের একাই প্রতিরোধ করতে থাকেন। ৫৩ বলে ৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জয়ের স্বাদ দেন।

কিন্তু ইমরুলের সেই আউট নিয়ে ঢাকার ক্যপাটেন মাশরাফি বিন মর্তুজা কি ভাবছেন?ম্যাচ শেষে তাঁর কাছে জানতে চাওয়া হয় ইমরুলের আউট প্রসঙ্গে সেই সময় তিনি বলেন,'সত্য কথা বলতে এটা ফিল্ডিংরা আউট নিতে পারে। ইমরুলের এখান থেকে ম্যানার শেখা  উচিত।ইমরুল আমার কাছে এসে ধন্যবাদও বলেনি। ক্রিকেট নিয়মে আপনি যদি এগিয়ে যেতেন তাহলে থার্ড আম্পায়ার হয়তো আউট দিতো। তবে আমার কাছে মনে হয়েছে, তামিম খেলছে ,আমি খেলছি, আমরা যারা সিনিয়ররা খেলছি তাদের জন্য এই আউট নেওয়া ভালো দেখায় না।'

Bootstrap Image Preview