গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা শব্দ ঘুরপাক খাচ্ছে জাতীয় দলের ব্যাটসম্যান ইমরুল কায়েসকে নিয়ে। তাকে নিয়ে মজায় মেতেছে সমর্থকেরা। ‘ইমরুল ব্রো’ নামেই সম্বোধন করছে ইমরুলকে।
এ নিয়ে তিনি অনুরোধও করেন, তাকে যেন এই নামে সম্বোধন করা না হয় বা ট্রল করা থেকে বিরত থাকতে।
ইমরুল কায়েসকে নিয়ে সমর্থকেরা যতোই মজায় মেতে থাকুক না কেন, তার ব্যাট মেতে আছে রান উৎসবে। আজও ঢাকা প্লাটুনসকে একাই হারিয়ে দিয়েছেন তিনি।
৫৪ বলে ৫৩ রানের ইনিংস খেলে ঢাকাকে হারিয়েছেন ৬ উইকেটে। সঙ্গে আছে দুর্দান্ত ক্যাপ্টেন্সিও। এরপরও তাকে নিয়ে এমন ট্রল। সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে এই ব্যপারটা চলে আসে সংবাদ সম্মেলন কক্ষেও।
ইমরুলকে প্রশ্ন করা হয়, আপনাকে নিয়ে মজা করা হয় ‘ইমরুল ব্রো’ বলে। এটাকে আপনি কিভাবে দেখছেন।
একগাল হাসি দিয়ে ইমরুল কায়েস উত্তর দেন, দেখেন আমাকে ‘ইমরুল ব্রো’ বলে মজা করে আনন্দ পায় তাহলে পাক না। এ নিয়ে আমার কোনও আফসোস নেই। লোকে আমাকে ভালোবেসে ডাকছে।