Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভিপি নুরের ওপর হামলা বন্ধের আহ্বান জানালেন মেনন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ১০:০৪ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯, ১০:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ডাকসুর ভিপির ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে বাংলাদেশ ছাত্র মৈত্রীর নেতৃবৃন্দের সাথে ডাকসু ভিপি হিসেবে সে সময়ের অভিজ্ঞতা বর্ণনাকালে একথা বলেন।

তিনি বলেছেন, ভিপি নুরুল হক নুরের ওপর উপুর্যপুরী হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একেবারেই একপেশে আচরণ, মামলা-পাল্টা মামলা দুঃখজনক। দীর্ঘ দুই দশক পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদসমূহের যে নির্বাচন হয়েছে সেই অধিকার অক্ষুন্ন রাখতে ছাত্র সমাজ সচেষ্ট থাকবেন এবং এ ধরনের ঘটনা পরিহার-প্রতিরোধ করবেন।

রাশেদ খান মেনন বলেন, ‘ডাকসু কেবল ছাত্রদের প্রতিষ্ঠান নয়, এটা জাতীয় প্রতিষ্ঠান। এ ধরনের ঘটনাকে কেউ যেন পাকিস্তান আমলের এসএসএফ-এর সন্ত্রাসী ঘটনার সাথে তুলনা করার সুযোগ না পায়।’

এ সময় ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল, সহ-সভাপতি অতুলন দাস আলো, স্কুল বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম খান, সহ-সাধারণ সম্পাদক হিসাম খান ফয়সালসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

Bootstrap Image Preview