Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বক্সিং-ডে টেস্টে চলছে রেকর্ডের ছড়াছড়ি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯, ০১:২৭ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯, ০১:২৭ PM

bdmorning Image Preview


সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংলিশদের একাদশে প্রবেশ করেই ইতিহাস গড়েছিলেন জেমস অ্যান্ডারসন। প্রথম পেস বোলার হিসেবে খেললেন ১৫০তম টেস্ট। বিশ্বের সব ক্রিকেটারের মধ্যে ১৫০ টেস্ট খেলা এন্ডারসন হলেন নবম।

জেমস অ্যান্ডারসনের রেকর্ড গড়া এই ম্যাচে উইকেটের রেকর্ড গড়লেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। গত এক দশকে দ্বিতীয় বোলার হিসেবে ৪০০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন তিনি। অন্য ক্রিকেটার হলেন তারই সতীর্থ জেমস অ্যান্ডারসন।

চোটের কারণে দীর্ঘ বিরতির পর দেশের জার্সি গায়ে বাইশ গজে ফেরেন অ্যান্ডারসন। মাঠে ফিরেই ইতিহাসের পাতায় ঢুকে গেলেন স্টুয়ার্ট ব্রড। সেঞ্চুরিয়নে বক্সিং-ডে টেস্টে মাঠে নেমে ফ্যাফ ডু প্লেসির উইকেট নিয়েই অনন্য রেকর্ডটি গড়েন ব্রড। শেষ পর্যন্ত ৪টি উইকেট নেন তিনি।

সেঞ্চুরিয়নে বৃহস্পতিবার টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ইংলিশ দলনায়ক জো রুট। ১৫০তম টেস্টের প্রথম বলেই ডিন এলগারকে প্যাভিলিয়নে ফিরিয়ে নজর কাড়েন অ্যান্ডারসন। ইতিহাসের পাতায় প্রথম বোলার হিসেবে জেমস অ্যান্ডারসন হচ্ছেন পঞ্চম বোলার যিনি ইনিংসের প্রথম বলেই উইকেট পেয়েছেন।

এরই মধ্যে ম্যাচের ৩৭তম ওভারের তৃতীয় বলে ব্রডের ৪০০তম শিকার হন প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। ব্যক্তিগত ২৯ রানে রুটের হাতে তালুবন্দি হয়ে ফেরেন তিনি। সতীর্থ অ্যান্ডারসনের (৪২৮*) পর দশকের দ্বিতীয় বোলার হিসেবে এই রেকর্ড ঝুলিতে ভরলেন ব্রড। দশকের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় পরের তিনটি নাম যথাক্রমে নাথান লায়ন (৩৭৬*), রঙ্গনা হেরাথ (৩৬৩), রবিচন্দ্রন অশ্বিন (৩৬২)।

Bootstrap Image Preview