Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তিন ঘণ্টা সময় ধরে সান্টোকিকে জেরা করল আকসু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯, ০১:৩৩ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯, ০১:৩৩ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) বিতর্কিত নো বল করায় ওয়েস্ট ইন্ডিজের পেসার ক্রিসমার সান্টোকিকে জিজ্ঞাসাবাদ করেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)। বিষয়টি জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস। 

তিন ঘণ্টা সময় ধরে সান্টোকিকে জেরা করেছে আকসু। তবে এখনও রিপোর্ট হাতে পাননি বলে জানান বিসিবি পরিচালক। জালাল ইউনুস বলেন, 'স্যান্টোকিকে ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়েছে। এ সমস্ত কাজগুলো আকসু করেছে।'

এবারের বিপিএলে সিলেট থান্ডারের হয়ে খেলেছেন সান্টোকি। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বিতর্কের জন্ম দেন বাঁহাতি এই পেসার। প্রথমে স্বাভাবিকের চেয়ে বড় ওয়াইড দিয়ে সকলের নজরে আসেন তিনি।

একই ওভারে আবার পায়ের নো করেন তিনি। পরবর্তীতে দেখা যায় সেটাও অস্বাভাবিক। এক ওভারে এমন দুটি ডেলিভারির পর সকলের সন্দেহ তৈরি হয় সান্টোকিকে নিয়ে।

বিসিবি কাছে বিভিন্ন সময় এ বিষয়ে জানতে চাওয়া হলে তারা আকসুকে দেখিয়ে দেন। এবার বিসিবির পক্ষ থেকেই জানানো হয়ে, সান্টোকিকে জিজ্ঞাসাবাদ করেছে আকসু।

Bootstrap Image Preview