Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টাকার জন্যই আজীবনের জন্য নিষিদ্ধ কানেরিয়াঃ মিয়াঁদাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯, ০১:৪১ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯, ০১:৪১ PM

bdmorning Image Preview


পাকিস্তানের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়ার তীব্র সমালোচনা করেছেন দলটির সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। তাঁর মতে, টাকার জন্য যেকোনো কিছু বলতে পারে ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ হওয়া কানেরিয়া। তাই তাঁর প্রতি কোনো বিশ্বাস নেই মিয়াঁদাদের।

২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত কাউন্টি ক্রিকেটে এসেক্সের হয়ে খেলেন পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার। কাউন্টিতেই তাঁর বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ ওঠে এবং তদন্তের পরে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাঁকে সারা জীবনের জন্য নির্বাসিত করে। শাস্তির বিরুদ্ধে আবেদন করলেও সেই নির্বাসন ওঠেনি। 

ক্রিকেটে তাঁর জন্য কোনো বিশ্বাসের জায়গা নেই বলে জানান মিয়াঁদাদ। তিনি বলেন, 'তারা কী অর্জন করতে চায়, আমার বোধগম্য নয়। কিন্তু যদি আপনি কানেরিয়ার ব্যাপারে বলেন, আমি বলব সে টাকার জন্য যেকোনো কিছু বলবে এবং ক্রিকেটে তাঁর বিশ্বাসযোগ্যতা নেই।' 

'আপনি কীভাবে এমন একজনকে বিশ্বাস করবেন যে ক্রিকেটে দুর্নীতির জন্য আজীবন নিষিদ্ধ? কে তার দেশকে অসম্মান করেছে? আমি ২০০০ সালের শুরুতে পাকিস্তানের প্রধান কোচ ছিলাম এবং কানেরিয়া দলে ছিল। আমি এমন কোনো ঘটনা দেখিনি যেখানে তার হিন্দু হওয়া নিয়ে সমস্যা তৈরি কয়েছে।' যোগ করেন তিনি।

হিন্দু বলে পাকিস্তান দলে অবহেলিত ছিলেন কানেরিয়া, সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে এমন বিস্ফোরক মন্তব্য করেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। এমনকি কানেরিয়ার সঙ্গে কেউ খাবার খেতে চাইত না বলেও জানান তিনি। কানেরিয়াও এই তথ্য সত্য বলে জানান।

শোয়েব আখতারের এমন বক্তব্য বিপরীতে মিয়াঁদাদ জানান, ধর্ম নিয়ে পাকিস্তান দলে কোনো রেষারেষি থাকলে কানেরিয়া ১০ বছর টেস্ট ক্রিকেট খেলতে পারত না। 

মিয়াঁদাদ বলেন, 'পাকিস্তান তাকে পরিচিতি দিয়েছে এবং টেস্ট ক্রিকেটে ১০ বছর খেলেছে সে। তার ধর্ম নিয়ে কোনো সমস্যা থাকলে এটিই সম্ভব হত না।'

পাকিস্তানের হয়ে ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেট খেলেছেন কানেরিয়া। ৬১ টেস্ট খেলা এই লেগ স্পিনারের নামের পাশে ২৬১ উইকেট রয়েছে।

Bootstrap Image Preview