Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দ্বিতীয় ইনিংসেও বিপাকে দক্ষিণ আফ্রিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯, ০১:৫৯ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯, ০১:৫৯ PM

bdmorning Image Preview


সেঞ্চুরিয়ন টেস্টে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও বিপাকে পড়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন শেষে ১৭৫ রানে এগিয়ে থাকলেও ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। দিন শেষে ফাফ ডু প্লেসিদের সংগ্রহ ৪ উইকেটে ৭২ রান। 

এর আগে দ্বিতীয় দিন ৯ উইকেটে ২৭৭ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এরপর বেশিদূর যেতে পারেনি তারা। শেষ উইকেট হিসেবে ভারনন ফিল্যান্ডারকে ফিরিয়ে প্রোটিয়াদের ২৮৪ রানে অলআউট করেন স্ট্রুয়ার্ট ব্রড। স্যাম কারান এবং ব্রড ৪টি করে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপে ধ্বস নামান। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৯৫ রানের ইনিংস খেলেন কুইন্টন ডি কক।  

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ইংল্যান্ডও। দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে মাত্র ১৮১ রানে অলআউট হয় তারা। দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র ১৬ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তারকা পেসার ভারনন ফিল্যান্ডার। ৬৮ রানে ৩ উইকেট নেন আরেক পেসার কাগিসো রাবাদা। এছাড়া অ্যানরিক নর্টজে ২টি এবং ডুয়াইন প্রিটোরিয়াস একটি উইকেট নেন। 

প্রোটিয়াদের বোলিং তোপের সামনে ডানহাতি ব্যাটসম্যান জো ডেনলি ছাড়া আর কেউই সেভাবে রান করতে পারেননি। ১১১ বল খেলে ৫০ রান করেন ডেনলি। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন অলরাউন্ডার বেন স্টোকস। 

ইংল্যান্ডের চেয়ে ১০৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে মাত্র ২৯ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর চতুর্থ উইকেটে ৩৩ রানর জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন ফাফ ডু প্লেসি এবং রাসি ফন ডার ডাসেন। 

দলীয় ৬২ রানের মাথায় অধিনায়ক ডু প্লেসিকে (২০) স্যাম কারানের হাতে ক্যাচ বানিয়ে আউট করে এই জুটি ভাঙেন জফরা আর্চার। পরবর্তীতে ফন ডার ডাসেন এবং অ্যানরিক নর্টজের ব্যাটে আর উইকেট না হারিয়ে দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা। 

সংক্ষিপ্ত স্কোরঃ (দ্বিতীয় দিন শেষে) 

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসঃ ২৮৪/১০ (৮৪.৩ ওভার) (ডি কক ৯৫, হামজা ৩৯; ব্রড ৪/৫৮, কারান ৪/৫৮) 

ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ১৮১/১০ (৫৩.২ ওভার) (ডেনলি ৫০, স্টোকস ৩৫; ফিল্যান্ডার ৪/১৬, রাবাদা ৩/৬৮)

Bootstrap Image Preview