ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির মস্তিষ্কপ্রসূত 'ওয়ানডে সুপার সিরিজ'-র ভাবনার প্রশংসা করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস। তবে তাতে অজিদের অংশগ্রহণ নিয়ে এখনই কোনো নিশ্চয়তা দেননি তিনি।
আগামী দিনে ক্রিকেটকে আরো জনপ্রিয় করতে বিশ্বের সেরা চার টিম নিয়ে মেগা টুর্নামেন্ট শুরু করার কথা ভাবছেন সৌরভ। তাতে ভারতের সঙ্গে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আরেকটি ইনফর্ম দলকে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।
দাদা জানান, সুপার সিরিজটি ২০২১ সাল থেকে শুরু হতে পারে। প্রথমবার টুর্নামেন্টটি ভারতের মাটিতে আয়োজিত হবে। এরপর রোটেশন পদ্ধতিতে (পর্যায়ক্রমে) প্রতিযোগিতাটি বাকি তিন দেশে হবে।
সৌরভের বক্তব্য অনুযায়ী, প্রতিবছর সুপার সিরিজ হবে। ভারতে টুর্নামেন্টটি হবে অক্টোবর-নভেম্বরে। ইংল্যান্ডে হতে পারে স্টেপ্টেম্বরে। অস্ট্রেলিয়ার মাটিতে অক্টোবর-নভেম্বর কিংবা ফেব্রুয়ারি-মার্চে তা আয়োজন করা হতে পারে।
এ নিয়ে আলোচনার জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ ও সচিব জয় শাহ। তাদের সুপার সিরিজের প্রস্তাবে কার্যত সম্মত হয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।এ ব্যাপারে আইসিসির সঙ্গে কথা বলতেও রাজি বলে জানিয়েছে তারা।
সৌরভের এ ভাবনা সৃজনশীল বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও রবার্টস। বিসিসিআই'র দায়িত্ব নিয়েই যেভাবে অল্প সময়ের মধ্যে মহারাজ গোলাপি বলের টেস্ট আয়োজন করেছেন,তাতে মুগ্ধ তিনি। তবে 'ওয়ানডে সুপার সিরিজ' নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনই নিচ্ছে না তারা।
অবশ্য প্রাথমিকভাবে সুপার সিরিজ আয়োজনের ব্যাপারে আপত্তি জানিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থার ভাষ্য, আইপিএল ও বিগ ব্যাশ শেষ হওয়ার পর অক্টোবর-নভেম্বরে দ্য হ্যান্ড্রেড ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে সুপার সিরিজ আয়োজনের জন্য সময় বের করা মুশকিল হবে।