Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তথ্য বিকৃত করছে বিসিসিআই: পিসিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯, ০২:৫৭ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯, ০২:৫৭ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের দু’টি টি টোয়েন্টি ম্যাচ নিয়ে ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে ‘কথার লড়াই’ অব্যাহত। এশিয়া একাদশের হয়ে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের একসঙ্গে খেলতে দেখা যাবে না জানিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে বৃহস্পতিবার দাবি করা হয়েছিল, কোনও পাকিস্তানি ক্রিকেটারকেই দু’টি টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়নি।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এ হেন মন্তব্যের পরে পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড (পিসিবি) পাল্টা খোঁচা দিয়েছে বিসিসিআইকে । পিসিবির দাবি, তথ্য বিকৃত করছে বিসিসিআই। মূলত পিএসএল চলার কারণেই কোনো পাকিস্তানি ক্রিকেটার এশিয়া একাদশে থাকতে পারবেন না। 

মার্চের ১৬-২০ তারিখে দু’টি টি টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা বাংলাদেশে। সেই সময়ে পিএসএল (পাকিস্তান সুপার লিগ) চলবে। ২২ মার্চ শেষ হবে পিএসএল। পিএসএল চলার জন্যই পাকিস্তানি ক্রিকেটাররা বাংলাদেশের দু’টি টি টোয়েন্টি ম্যাচে অংশ নিতে পারবেন না।

পিসিবির মুখপাত্র বলেছেন, ‘বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের দু’টি ম্যাচ হওয়ার কথা ১৬-২০ মার্চের মধ্যে। পিএসএল শেষ হচ্ছে ২২ মার্চ। দুটো ম্যাচের দিন ক্ষণ বদলানো আর সম্ভব নয়। পিএসএল চলার জন্যই পাকিস্তানের ক্রিকেটাররা খেলতে পারবে না বাংলাদেশে। বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) কাছে আমরা মৌখিক ও লিখিত ভাবে দুঃখপ্রকাশ করেছি। ওরা বিষয়টা বুঝতে পেরেছে।’

পিসিবির মুখপাত্র ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে খোঁচা দিয়ে বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট ফ্যান ও ফলোয়ারদের ভুল বোঝানোর জন্য তথ্য বিকৃত করছে বিসিসিআই। এটাই দুর্ভাগ্যজনক।’ 

Bootstrap Image Preview