বিপিএলে আজ শনিবার খুলনা টাইগার্সের মুখোমুখি হবে সিলেট থান্ডার। মিরপুরে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
আসরে দারুণ খেলছে মুশফিকুর রহীমের খুলনা টাইগার্স। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে খুলনার বাঘেরা। ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন রাইলি রুশো-মুশফিকুর রহিমরা।
অন্যদিকে মোহাম্মদ আমির, রবি ফ্রাইলিংকদের সঙ্গে দেশীয় তরুণ পেসার শহীদুল ইসলামও বোলিংয়ে আলো ছড়াচ্ছেন। সবার ধারাবাহিকতায় আসরে জয়ের ধারা অব্যাহত রেখেছে খুলনা টাইগার্স। ঠিক বিপরীত অবস্থাই সিলেট থান্ডারের। মোসাদ্দেক সৈকতের দল কোনোভাবেই যেন ঠাঁই খুঁজে পাচ্ছে না। এখন পর্যন্ত মাত্র ১টি জয়ের দেখা পেয়েছে হার্শেল গিবসের শিষ্যরা। আছে টেবিলের তলানীর দিকে। জয়ের খোঁজে তাই মরিয়া হয়ে মাঠে নামবেন সৈকত-মিঠুনরা।