Bootstrap Image Preview
ঢাকা, ২৫ রবিবার, মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শব্দের চেয়েও ২০ গুণ গতিসম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন রাশিয়ার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৯ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


শব্দের চেয়েও ২০ গুণ গতিসম্পন্ন অ্যাভানগার্ড ক্ষেপণাস্ত্রের প্রথম রেজিমেন্ট মোতায়েন করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বরাতে বিবিসি এমন খবর দিয়েছে।তবে কোথায় এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে, তা জানানো হয়নি। তবে এর আগে কর্মকর্তারা আভাস দিয়েছিলেন, উরালসে এটি মোতায়েন হবে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও ২০ গুণ বেশি গতিতে হামলা চালাতে পারবে। যা অন্য দেশগুলো থেকে রাশিয়াকে এগিয়ে রেখেছে।কোনো অতিশব্দ সৃষ্টি না করেই মসৃণভাবে এই ক্ষেপণাস্ত্র উড়তে সক্ষম হবে। এতে এটা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।

২৭ ডিসেম্বর স্থানীয় সময় ১০:০০ টায় অ্যাভানগার্ড হাইপারসনিক গ্লাইড ভিহিকল কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গে সোয়গু। এটাকে ঐতিহাসিক বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার পুতিন আরও বলেন, অ্যাভানগার্ড বর্তমান ও ভবিষ্যৎ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানতে পারবে। একমাত্র রাশিয়া ছাড়া এখন পর্যন্ত আর কোনো দেশের মহাদেশীয় পাল্লার হাইপারসনিক অস্ত্র নেই।তিনি বলেন, পশ্চিমা ও অন্যান্য দেশগুলো আমাদের সমান হওয়ার চেষ্টা করছে।

২০১৮ সালের মার্চে বার্ষিক রাষ্ট্রীয় ভাষণ দেয়ার সময় অ্যাভানগার্ড ও অন্যান্য অস্ত্র ব্যবস্থা উন্মুক্ত করেন পুতিন। তখন এটাকে উল্কাপিণ্ড ও ফায়ারবলের সঙ্গে তুলনা করেন তিনি।২০১৮ সালের ডিসেম্বরে দক্ষিণাঞ্চলীয় উরাল পর্বতমালার দমবারোভস্কি ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে ছয় হাজার কিলোমিটার নিশানায় পরীক্ষামূলক আঘাত হানে এই অস্ত্র।

এরপর পুতিন বলেন, বর্তমান ও ভবিষ্যতের যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই অস্ত্রকে রুখতে পারবে না।আন্তঃমহাদেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হিসেবে অ্যাভানগার্ড দুই মেগাটন পর্যন্ত পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে। তবে যা বলা হচ্ছে, সেই অনুসারে এই অস্ত্রের কার্যকারিতা নিয়ে অস্ত্র বিশেষজ্ঞদের সন্দেহ রয়েছে।

 

Bootstrap Image Preview