Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ন্যুড বিকিনিতে ভেজা শরীরে ভাইরাল সারা, উত্তাল সোশ্যাল মিডিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯, ০৫:১৬ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯, ০৫:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সারা আলি খান, ‘গার্ল টু দ্য নেক্সট ডোর’ ইমেজ ছেড়ে তিনি এখন রীতিমতো ‘হট অ্যান্ড হ্যাপেনিং’। দু’দিন আগেই তার ন্যুড বিকিনি লুকে অনুরাগীরা হয়ে গিয়েছিলেন বোল্ড।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সারার ‘স্লো মোশন হেয়ার ফ্লিপ’ ভিডিওতে তিনি যেন সাক্ষাৎ মৎস্যকন্যা।

পুলের নীল পানি, এরই মধ্যে ন্যুড রাঙা বিকিনিতে সারা। গায়ে এসে লাগছে মিঠে রোদ। সব মিলিয়ে ‘পিকচার পারফেক্ট’।

তার ওই স্লো-মো ভিডিওতে এসেছে হাজারও লাইক, কমেন্ট। কেউ লিখেছেন, ‘হটনেস ওভারলোডেড’ আবার কেউ বা ফায়ারি ইমোজি দিয়েই বুঝিয়ে দিয়েছে ভিডিয়োর উষ্ণতা।

‘পারফেক্ট ভেকেশন গোল’ দিতে বোধহয় একমাত্র সারা আলি খানই পারেন। কাজের ফাঁকে যেই একটু সময় পেয়েছেন অমনি বেস্টফ্রেন্ড কাম্য অরোরার সঙ্গে বেরিয়ে পড়েছেন ছুটি কাটাতে।

প্রথমে শোনা গিয়েছিল, ছুটি কাটাতে সারা নাকি উড়ে গিয়েছেন মালদ্বীপ। পরে জানা গিয়েছে মালদ্বীপ নয়, ‘কেদারনাথ’ গার্ল গিয়েছেন কেরালে। আর তার কেরাল ট্যুরের একের পর এক ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতোট্রেন্ডিং।

Bootstrap Image Preview