চলতি বিপিএলে টিকে থাকার লড়াইয়ে ফর্মে থাকা রাজশাহী রয়্যালসের মুখোমুখি হয় কুমিল্লা ওয়ারিওরস । প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিন্ধান্ত নিউ কুমিল্লা।
গত ম্যাচের মত এই ম্যাচেও রাজশাহীর হয়ে ওপেনিংয়ে ব্যাটিং করতে আসেন লিটন দাস ও আফিফ হোসাইন। শুরুতেই এই দুই ব্যাটসম্যান ৫৬ রানের দুর্দান্ত এক জুটি গড়েন। এরপর লিটন ২৪ রানে আউট হয়ে গেলে দলীয় ৮০ রানের মাথায় আফিফ ৪৩ রান করে আউট হন।
এরপর শোয়েব মালিক ও রাসেলের ঝড়ো ব্যাটিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়ে কুমিল্লার বলাররা। মালিকের ৩৮ বলে ৬১ ও রাসেলের ২১ বলে ৩৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯০ রান করে রাজশাহী।
পাহাড় সমান এই রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। ধীর গতির ব্যাটিংয়ে পিছিয়ে পড়ে তাঁরা। এরপর ৮৮ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন সৌম্য। তাঁর ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখতে থাকে কুমিল্লা। কিন্তু রাজশাহীর বোলারদের কাছ থেকে সেই জয় ছিনিয়ে নিতে সৌম্য ব্যর্থ হন। অবশেষে ১৫ রানের হার নিয়ে মাঠ ছাড়েন সৌম্যরা।