Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী, ট্রাম্প ও পুতিনের জীবন সংকটে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৯ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বুলগেরিয়ার অন্ধ নারী বাবা ভাঙ্গা এমন অনেক ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, যা আমাদের ভবিষ্যত্‍ বুঝতে সাহায্য করতে পারে। আমেরিকায় ৯/১১ হামলার কথা তার ১২ বছর আগেই বলেছিলেন বাবা ভাঙ্গা। ১৯৮৯ সালে তিনি তার ভক্তদের কাছে বলেন যে আমেরিকার ভাইরা স্টিলের পাখির আক্রমণে আকাশ থেকে পড়ে মরে যাবে। সেই বাবা ভাঙ্গাই অনেক কিছু বলে গিয়েছেন ২০২০ সম্পর্কেও।

বাবা ভাঙ্গা বলেছেন, ২০২০-তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরর জন্য বড় বিপদ অপেক্ষা করে আছে। বাবা ভাঙ্গার ভবিষ্যত্‍বাণী অনুযায়ী, অজানা অসুখে আক্রান্ত হয়ে ২০২০-তে ব্রেন টিউমার হতে পারে ট্রাম্পের। বধিরও হয়ে যেতে পারেন তিনি। ২০২০-তে নিজের অফিসের কারো কারণে আত্মঘাতী হামলার শিকার হতে পারেন পুতিন। তবে এতে তার মৃত্যু হবে কি না তা বলেননি তিনি।

তিনি আরও বলেছেন, আগামী বছরে রাসায়নিক যুদ্ধের কারণে ধ্বংস হয়ে যেতে পারে ইউরোপ।

প্রচলিত আছে যে একবার ধুলোর ঝড়ের মধ্যে পড়েন বাবা ভাঙ্গা। ঝড় তাকে আকাশে তুলে মাটিতে আছড়ে ফেলে। চোখে অতিরিক্ত ধুলো ঢুকে দৃষ্টিশক্তি হারান তিনি। আর এরপর থেকেই ভবিষ্যৎত্‍ দর্শনের অদ্ভ‌ুত ক্ষমতা জন্মায় তার। ৫০৭৯ সাল পর্যন্ত ভবিষ্যৎবাণী করে গিয়েছেন তিনি। তার মতে, ওই বছর এ মহাবিশ্বের পরিসমাপ্তি ঘটবে।

১৯৯৬ সালে ৮৪ বছর বয়সে বুলগেরিয়ার সোফিয়াতে মৃত্যুবরণ করেন বাবা ভাঙ্গা।

 

Bootstrap Image Preview