Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টিকটক ভিডিওর জন্য জোর করে পুরুষ-মহিলার বিয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯, ০৫:৫৯ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯, ০৫:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হওয়ার জন্য অনেকে অনেক রকমের কাজ করে থাকেন। অনেক সময়েই সেসব কাজের বাস্তবিকতা খুঁজে পাওয়া যায় না। কেবলমাত্র জনপ্রিয় হওয়ার নেশাতেই তারা এ ধরণের কাজ করে থাকেন। আর এবার ভারতের ওড়িশার বালাসোরে টিকটকে ভিডিও বানানোর জন্য জোর করে মানসিক ভারসাম্যহীন এক মহিলার সঙ্গে এক মানসিক ভারসাম্যহীন পুরুষের বিয়ে দেওয়ার ঘটনা ঘটল।

বালাসোরের বাহানগর ব্লকের স্থানীয় বাসিন্দারাই ওই দুই মানসিক ভারসাম্যহীন মহিলা এবং ব্যাক্তিটির সঙ্গে জোর করে বিয়ে দিয়েছিলেন। যদিও ওই স্থানীয়দের মধ্যে দু'জন ওই দু'জনের পাড়ার বাসিন্দা ছিলেন বলেও জানা গেছে।

মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি একটি মিষ্টির দোকানে কাজ করতেন এবং ওই মহিলা রাস্তায় ঘুরে বেড়াতেন বলেও জানা গেছে। ওই দু'জনকে জোর করে বিয়ে দেওয়ার পরে দু'জনকে মালা পড়িয়ে হইহই করতে করতে টিকটকে ভিডিও করা হয়েছে। যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে।

এর আগে টিকটকে ভাইরাল হওয়ার জন্য অনেক ধরণের অদ্ভুত কার্যকলাপ দেখা গিয়েছে। কিন্তু এই ধরনের ঘটনা ঘটায় কার্যতই অবাক অনেকেই।

ওই ভিডিওতে দেখা গিয়েছে ওই দম্পতি বুঝতেই পারছেন না তাদের পাশে কি হচ্ছে। যদিও স্থানীয়দের হইচই দেখে তারা খুশি হয়েছিলেন। যদিও বালাসোরের এসপি জুগল কিশোর বানোথ সাংবাদিকদের সামনে জানিয়েছেন, কোনও অভিযোগ জমা পড়েনি। এছাড়া তারা এ ধরণের কোনও বিষয় সম্পর্কে জানেন না।

Bootstrap Image Preview