Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নাগরিক আইনের প্রতিবাদ জানাতে হিজাব-টুপি পরে চার্চে খ্রিস্টানরা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯, ০৬:১৫ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯, ০৬:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ জানাচ্ছেন সে দেশের সর্বস্তরের মানুষ। সেই প্রতিবাদের আঙ্গিকে নতুন এক ধরন দেখাল কেরালার কোঝেনচেরি শহরের একদল তরুণ-তরুণী। সেই ঘটনার ভিডিও পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। তা দেখে ওই তরুণ-তরুণীদের প্রশংসা করছেন নেটিজেনরা।

সেই ভিডিওতে দেখা যায়, ওই তরুণ-তরুণীদের পরনে চিরাচরিত মুসলিম পোশাক। যুবকরা পরে আছেন পাঞ্জাবি। তাদের মাথায় ফেজ টুপি। অন্যদিকে, তরুণীরা পরেছেন হিজাব। তা পরেই গির্জায় গিয়ে তারা অংশ নিয়েছিলেন বড়দিনের প্রার্থনায়। ক্রিসমাস ক্যারলও গাইছিল ওই দল।

ভারতে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর থেকেই সেে দেশর মুসলিমদের প্রতি ভ্রাতৃত্ব দেখাতে ও সিএএ-এনআরসির প্রতিবাদ করতেই এ রকম করা হয়েছে বলে জানা গেছে। কেরালার কোঝেচেরি শহরের মার্থোমা চার্চে এটি হয়েছে।

সেই ভিডিও টুইটে শেয়ার করে কংগ্রেস সাংসদ শশী লিখেছেন, পোশাক দেখে বলতে পারবেন ওরা কারা!

 

Bootstrap Image Preview