Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিএনপি থেকে মনোনয়ন পেলেন তাবিথ-ইশরাক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯, ০৭:১৯ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯, ০৭:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণের দিন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে এ নির্বাচনের অংশ নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দুইটি সিটিতে মেয়র পদের প্রার্থীও প্রায় চূড়ান্ত করে ফেলেছে দলটি। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তাবিথ আউয়ালকে ঢাকা উত্তর ও দক্ষিণে ইশরাক হোসেনকে মনোনয়ন দিয়েছে বিএনপি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে প্রার্থী হচ্ছেন আব্দুল আউয়াল মিন্টুর ছেলে ও গতবারও একই পদে প্রতিদ্বন্দ্বিতা করা তাবিথ আউয়াল। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন দলীয় মনোনয়ন পাচ্ছেন।

গত ২৩ ডিসেম্বর, সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতেই এই দুই তরুণকে প্রার্থী করার বিষয়টি চূড়ান্ত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে।তবে বিষয়টিকে গণতান্ত্রিক মোড়ক দিতে নাম-কা-ওয়াস্তে বাছাই প্রক্রিয়ার ভেতর দিয়ে যাবে বিএনপি। আজ ২৮ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার পরপরই চূড়ান্তভাবে প্রার্থীদের নাম ঘোষনা করে।

Bootstrap Image Preview