আজ মিরপুর কুমিল্লা ওয়ারিওরসের বিপক্ষে ২১ বলে ৪ ছক্কা হাঁকিয়ে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন রাজশাহীর ক্যপাটেন আন্দ্রে রাসেল। এই দিন দুর্দান্ত পারফম্যান্সের সাথে অনন্য এক কীর্তি গড়েছেন ক্যারিবিয়ান এই তারকা।
এই ম্যাচের আগে রাসেলের ছক্কার সংখ্যা ছিলো ৩৯৭টি। কুমিল্লার বিপক্ষে ৪ ছক্কা হাকানোর পর তিনি ৪০০ ছক্কা মারার ক্লাবে নাম লেখালেন।
এর আগে ৪০০ ছক্কা হাঁকিয়েছেন ক্যারিবিয়ান আরেক তারকা ক্রিস গেইল ৪০০ ম্যাচে তাঁর ছক্কার সংখ্যা ৯৯৬টি। তাঁর পরেই দ্বিতীয় স্থানে আছেন কাইরন পোলার্ড।
রাসেল ও শোয়েব মালিকের দুর্দান্ত পারফম্যান্সে কুমিল্লার বিপক্ষে ১৫ রানের জয় পেয়েছে রাজশাহী। চলতি বিপিএলে ৫ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে রাসেলের রাজশাহী।