দানিশ কানেরিয়াকে নিয়ে সরগরম পাকিস্তান ক্রিকেট৷ হিন্দু হওয়ায় কানেরিয়ার সঙ্গে পাকিস্তান দলের বেশ কয়েকজন ক্রিকেটার দুর্ব্যবহার করত বলে বৃহস্পতিবার বোমা ফাটান জাতীয় দলে তাঁর প্রাক্তন সতীর্থ শোয়েব আখতার৷ তবে হিন্দু এবং পাকিস্তানি হয়ে নিজেকে গর্বিত বলে মনে করেন প্রাক্তন এই পাক লেগ-স্পিনার৷
শোয়বেকে ধন্যবাদ জানিয়ে শুক্রবার ‘সামমা’ চ্যালেনকে দেওয়া সাক্ষাৎকারে কানেরিয়া বলেন, ‘আমি হিন্দু এবং পাকিস্তানি হতে গর্বিত৷ আমি এটা পরিষ্কার করে দিতে চাই, আমার সতীর্থরা যেন এটার ভুল ব্যাখ্যা না-করে৷ কারণ এদের মধ্যে অনেকেই আমার ধর্মকে সাপোর্ট করেছিল৷’ ৩৯ বছরের কানেরিয়া পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট ও ১৮টি ওয়ান ডে খেলেছেন। দেশের হয়ে মোট ২৭৬টি উইকেট নিয়েছেন প্রাক্তন এই পাক লেগ-স্পিনার৷
শুধু কানেরিয়া নন, ভিন্ন ধর্মের ক্রিকেটার হিসেবে দীর্ঘদিন পাকিস্তান দলে খেলেছেন ইউসুফ ইয়ানা৷ যিনি পরে ধর্মান্তরিত হন৷ খ্রিস্টান থেকে মুসলিম হওয়ায় নাম বদল হয় প্রাক্তন এই পাক অধিনায়কের৷ ইউসুফ ইয়ানা থেকে মহম্মদ ইউসুফ হন তিনি৷ তাঁর ধর্মান্তরিত নিয়ে কানেরিয়া বলেন, ‘ইউসুফ যেটা করেছে, সেটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত৷ কিন্তু আমি কখনও ধর্ম পরিবর্তন করার কথা ভাবিনি কারণ হিন্দু ধর্মের প্রতি আমার আস্থা রয়েছে৷’
জাতীয় দলে তাঁর প্রাক্তন সতীর্থ কানেরিয়ার পাশে দাঁড়িয়ে বৃহস্পতিবার টেলিভিশনে বোমা ফাটান ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’৷ শোয়েব বলেন, ‘পাকিস্তান ক্রিকেট দলে বেশ কয়েক জন ক্রিকেটার দানিশ কানেরিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করতেন। কারণ দানিশ হিন্দু। তাই দলে ও ছিল ব্রাত্য। অনেকেই কানেরিয়ার সঙ্গে বসে খেতে পর্যন্ত চাইত না।’
সূত্র:কলকাতা