Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পশ্চিমবঙ্গে জিততে হিন্দু-মুসলিম কোন্দলের খেলায় বিজেপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৫ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি



২০২১ সালে পশ্চিমবঙ্গ এবং আসামে বিধানসভা নির্বাচন। এই দুই রাজ্যে ক্ষমতা দখলের জন্য ভারতে হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভাজনের খেলায় নেমেছে বিজেপি। শনিবার কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে এক সভায় এ অভিযোগ করেন কংগ্রেস নেতা তথা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম।

ভারতে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির জন্যই নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি করা হচ্ছে বলে দাবি করেন পি চিদম্বরম। এর রেশ ধরেই বিজেপিকে তীব্র আক্রমণ করে চিদম্বরম বলেন, ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টির বিজেপির মনোবাঞ্ছা কোনো দিনই পূরণ হবে না।

মোদি সরকার আগুন নিয়ে খেলছে। একইসঙ্গে ভারতের যুব সমাজের ভবিষ্যৎকে অন্ধকারের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজ তিরুবনন্তপুরমে রাজভবনের বাইরে 'মহা জনসভা'র আয়োজন করে প্রদেশ কংগ্রেস।

ওই সভার প্রধান বক্তা চিদম্বরমের আক্রমণ থেকে রেহাই পাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এনআরসি নিয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পরস্পর বিরোধী মন্তব্য করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন বলেও অভিযোগ করেনে তিনি।

ভারতে এনআরসি চালু করা যে বিজেপির অন্যতম লক্ষ্য, সেটাও তথ্য-সহ দাবি করেছেন চিদম্বরম। সে দেশে এনআরসি চালু হলে কী হতে পারে, আসামের সাম্প্রতিক নজির তুলে ধরে তা ব্যখ্যা করার চেষ্টা করেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।

পি চিদম্বরম বলেন, আসামে এনআরসির ফলে ১,৬০০ কোটি টাকা পানিতে পড়েছে। তালিকা থেকে বাদ পড়ে গেছে রাজ্যের ১৯ লাখ বাসিন্দার নাম। ভারতে এনআরসি চালু হলে লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়বেন।

 

Bootstrap Image Preview