Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আসামে বন্দিশিবির বানাতে ৫৪ কোটি টাকা দিয়েছেন মোদী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯, ১০:১১ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯, ১০:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ২২ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত এক সমাবেশে তার দেশে কোনো বন্দিশিবির নেই বলে দাবি করেন। তবে মোদীর এই দাবি সত্য নয় বলে জানিয়েছেন আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। এমনকি ভারতের প্রধানমন্ত্রী বন্দিশিবির বানানোর জন্য ৫৪ কোটি টাকা দিয়েছেন বলে দাবি করেছেন তিনি। খবর ‘দ্য ওয়াল’।

স্থানীয় সময় শুক্রবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেন, মোদী একজন মিথ্যাবাদী। ২০১৮ সালে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনকালে আসামে বন্দিশিবির বানাতে তিনি ৪৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ কোটি ৭০ লাখ টাকা) দিয়েছেন।

তরুণ গগৈ আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলেই বিভিন্ন রাজ্যে বন্দিশিবির বানাতে বলা হয়েছিল। তাদের পরিকল্পনা ছিল যেসব বিদেশি নাগরিক ভারতে অনুপ্রবেশের পর কারাগারে আছে, তাদের কারাবাসের মেয়াদ ফুরিয়ে গেলে বন্দিশিবিরে আটকে রাখা হবে।

এরপর তরুণ গগৈ যোগ করেন, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বন্দিশিবির বানানোর জোর প্রচেষ্টা শুরু হয়। আসামে বন্দিশিবির বানাতে তিনি অর্থ দিয়েছিলেন। সেখানে তিন হাজার মানুষকে রাখার কথা হয়েছিল। অথচ এখন তিনি কীভাবে বলছেন যে, দেশে কোনো বন্দিশিবির নেই। এটা চরম মিথ্যাচার।

Bootstrap Image Preview