Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সৈকতে ভেসে আসা ভুতুড়ে নৌকায় মিললো ২ মাথা ও ৫ মরদেহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৯:৫১ AM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৯:৫১ AM

bdmorning Image Preview


জাপানের উত্তর-পশ্চিমের স্যাডো দ্বীপের কাছে একটি ভুতুড়ে নৌকা এসে ভিড়েছে। ঐ নৌকায় দু’টি মানুষের কাটা মাথা ও ৫ জন মানুষের দেহ পাওয়া গেছে। নৌকাটি কোথা থেকে এসেছে তা সঠিকভাবে জানা যায়নি। তবে উত্তর কোরিয়া থেকে এসেছে বলে ধারনা করা হচ্ছে।

শুক্রবার নৌকাটি এসে ভিড়ে এবং গতকাল সেখানে যান উদ্ধারকর্মীরা। কাঠের তৈরি নৌকাটিতে গতকাল সকালে মৃতদেহ খুঁজে পাওয়া যায়। এতে জীবিত কেউ ছিল না। মাথা দু’টি ৫টি দেহের মধ্যে কারো না কী আলাদা কোনো মানুষের তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে জাপানের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, জাহাজে পাওয়া দেহাবশেষগুলোর সবগুলোই 'আংশিকভাবে কঙ্কাল' হয়ে গেছে।

ধারণা করা হচ্ছে, ভুক্তভোগীরা দীর্ঘ সময় যাবত সমুদ্রে অবস্থান করছিলেন।

জাপানের উপকূলে উত্তর কোরিয়া থেকে আসা 'ভুতুড়ে জাহাজ' আবিষ্কারের ঘটনা একেবারেই নতুন নয়। এসব জাহাজ সাধারণত খালি থাকে বা সেখানে মানুষের দেহাবশেষ থাকে।

জাপান ও উত্তর কোরিয়ার মধ্যে চলমান অস্থিরতার কারণে সাম্প্রতিক এই জাহাজ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে। বিবিসি।

Bootstrap Image Preview