Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বুমরাহর অপরাধে অসন্তুষ্ট দ্রাবিড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯, ১১:১৮ AM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯, ১১:১৮ AM

bdmorning Image Preview


দীর্ঘ ইনজুরি কাটিয়ে অবশেষে ভারতীয় জাতীয় দলে ফিরে এসেছেন পেসার জসপ্রিত বুমরাহ। তবে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে ফিটনেস নিয়ে কাজ করতে হচ্ছে বুমরাহদের। ব্যাঙ্গালুরুতে চলছে টিম ইন্ডিয়ার জোর অনুশীলন।

বিশাখাপত্তনম থেকে দলের সঙ্গেই ব্যাঙ্গালুরু চলে যান বুমরাহ। তবে তাকে ছেড়ে দেয়া হয় ব্যাঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রাহুল দ্রাবিড়ের অধীনে ফিটনেস টেস্ট দেয়ার জন্য।

কিন্তু বুমরাহ ব্যাঙ্গালুরু গিয়েও ফিটনেস টেস্টের জন্য কোনো যোগাযোগ করেননি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে। মূলতঃ এ কারণেই বুমরাহর ওপর খুব ক্ষেপে ওঠেন ভারতের একাডেমির কোচ রাহুল দ্রাবিড়।

রাহুল দ্রাবিড়ের অধীনেই ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনে ব্যস্ত ভারতীয় ক্রিকেট দল। তবে বুমরাহ নিজেই একজন বিশেষজ্ঞ রেখেছেন তার ফিটনেস ঠিক করার জন্য। এ কারণেই হয়তো ফিটনেস পরীক্ষা দিতেই অস্বীকৃতি জানান তিনি। ভারতীয় মিডিয়ার খবর, রাহুল দ্রাবিড়রা বুঝতেই পারছেন না কিভাবে, তারা বুমরাহর নিজের মত করে ফিটনেস টেস্ট নেবেন।

টাইমস অব ইন্ডিয়ার এক রিপোর্টে দেখা যাচ্ছে, জসপ্রিত বুমরাহ কোনোভাবেই ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যেতে রাজি নন। বিশেষ করে সিনিয়র অনেক ক্রিকেটারের কাছে নাকি তিনি শুনেছে, ক্রিকেট অ্যাকাডেমি ক্রিকেটারদের জন্য কোনো কোনো অর্থে ভয়ঙ্কর।

Bootstrap Image Preview