Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নাগরিকত্ব আইন বোঝাতে গিয়ে আক্রমণের শিকার, পালালেন বিজেপি নেতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯, ১১:১৯ AM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯, ১১:১৯ AM

bdmorning Image Preview


ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও নাগরিকপঞ্জি (এনআরসি) ঘিরে উত্তপ্ত দেশটির বিভিন্ন রাজ্য। এমন পরিস্থিতিতে এর আগে বিজেপি সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, সিএএ ও এনআরসিকে গ্রহণযোগ্য করে তুলতে ভারতীয়দের বোঝাতে হবে। তবে সেই পথ অনুসরণ করতে গিয়েই বিপদে পড়লেন উত্তর প্রদেশ রাজ্যের আমরোহা জেলার এক বিজেপি নেতা।

ওই জেলার বিজেপির সংখ্যালঘু শাখার সম্পাদক তিনি, নাম মুর্তজা আগা কাজমি। গত শুক্রবার জেলার লাকাদা মহল্লার বাসিন্দাদের সিএএ ও এনআরসির সুবিধা সম্পর্কে বোঝাতে গিয়েছিলেন তিনি। আর এতেই ক্ষুব্ধ হয়ে পড়েন ওই এলাকার বাসিন্দারা। তাদের মধ্যে এক ব্যক্তি আক্রমণ করে বসেন ওই বিজেপি নেতাকে। অবস্থা বেসামাল দেখে তৎক্ষণাৎ এলাকা ছেড়ে পালাতে হয় তাকে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

ওই দিনের কথা বলতে গিয়ে বিজেপি নেতা কাজমি বলেন, শুক্রবার কেনাকাটার কাজে লাকাদা মহল্লায় গিয়েছিলাম। সেখানে গিয়ে চেষ্টা করছিলাম ওই এলাকার মুসলমানদের মধ্যে সিএএ ও এনআরসি নিয়ে সচেতনতা তৈরি করতে। সঙ্গে সঙ্গে রাজা আলী নামে এক ব্যক্তি আমাকে আক্রমণ করেন। তিনি আমার গলাটিপে শ্বাসরোধ করার চেষ্টা করছিলেন। কিন্তু আমি ওই মুহূর্তে পালিয়ে যাওয়ায় রক্ষা পেয়েছি। এ নিয়ে থানায় একটি অভিযোগও করেছি।’

বিজেপি নেতা আরও বলেন, ‘জনগণ, বিশেষ করে মুসলমানদের মধ্যে সিএএ ও এনআরসির প্রতি বিশ্বাস নিয়ে আসার জন্য বিজেপির সংখ্যালঘু শাখা স্থানীয়ভাবে প্রচার কার্যক্রম পরিচালনা করার চেষ্টা চালাচ্ছে। জনগণকে জানিয়ে আসছে, সিএএ ও এনআরসি ভারতে বসবাসরত মুসলমানদের অধিকার ও নাগরিকত্ব হরণ করবে না। এ ছাড়া এর প্রতিবাদে বিক্ষোভে না জড়ানোর জন্য আহ্বান করছি আমরা।’

আমরোহা জেলার পুলিশ সুপার ভিপিন তাডা বলেন, ‘মুর্তজা কাজমি অভিযোগ করেছেন, সিএএ সম্পর্কে মানুষকে বোঝাতে গিয়ে এক ব্যক্তির হামলার শিকার হয়েছেন তিনি। আমরা ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছি এবং শুক্রবারই গ্রেপ্তার করেছি।’

Bootstrap Image Preview