Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নাইটহুড উপাধি পাচ্ছেন ক্লাইভ লয়েড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯, ০১:০৮ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯, ০১:০৮ PM

bdmorning Image Preview


নতুন বছরে বৃটেনের সম্মানসূচক নাইটহুড উপাধি পাচ্ছেন কিংবদন্তি ব্যাটসম্যান ক্লাইভ লয়েড। সম্মানজনক 'নাইট কমান্ডার' পদক দেয়া হচ্ছে বাংলাদেশের সাবেক কোচ গর্ডন গ্রিনিজকে। বিশ্বকাপ জয়ের জন্য ইয়ন মরগান, বেন স্টোকস, জো রুট ও জশ বাটলার পাচ্ছেন রানীর সম্মাননা। বিশ্বকাপজয়ী কোচ ট্রেভর বেলিস ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড চেয়ারম্যান কলিন গ্রেভসসহ কয়েকজন সেচ্ছাসেবকেও দেয়া হবে সম্মানজনক পদক।

ভিভ রিচার্ডস-ক্লাইভ লয়েডের বন্ধুত্ব সবার জানা। দুই ক্যারিবীয় কিংবদন্তি অনন্য উচ্চতায় উঠে গেছেন। ভিভ রিচার্ডসের নামের আগে 'স্যার' শব্দটা যুক্ত হয়েছে বহু আগে। বন্ধু লয়েডের মনে হয়েতো আক্ষেপ ছিলো নাইটহুড না পাবার। রানী এলিজাবেথ এবার সে আক্ষেপ ঘুচিয়ে দিলেন। নতুন বছরে ক্লাইভ লয়েড পাচ্ছেন সম্মানজনক নাইটহুড।

ভিভ রিচার্ডস-ক্লাইভ লয়েডের মতো অতটা নাম করতে পারেননি গর্ডন গ্রিনিজ। ওয়েস্টইন্ডিয়ান এ কিংবদন্তি বাংলাদেশেরও নাগরিক। টাইগারদের সাবেক গুরুকেও সম্মানিত করেছে বৃটিশ রাজ। খেলাধুলায় অবদান রাখার জন্য তাকে দেয়া হচ্ছে 'নাইট কমান্ডার' সম্মাননা।

বিশ্বকাপটা ইংলিশদের কাছে ছিলো সোনার হরিণ। না পাবার বেদনায় প্রলেপ দিয়ে সোনালী ট্রফিটা জয় করেছে থ্রি লায়ন্স। যাদের হাত ধরে এসেছে এমন অর্জন। তাদেরও সম্মান দিয়েছেন রানী এলিজাবেথ।

ক্যাপ্টেন ইয়ন মরগ্যান পাচ্ছেন 'কমান্ডার্স অব দি অর্ডার অফ দি ব্রিটিশ এম্পায়ার' পদক। একই সম্মাননা পাচ্ছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড চেয়ারম্যান কলিন গ্রেভস। বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকসকে দেয়া হচ্ছে 'অর্ডার অব দি বৃটিশ এম্পায়ার'। কোচ ট্রেভর বেলিসও পাচ্ছেন এ সম্মাননা। মেম্বার অব বৃটিশ এম্পায়ার পাচ্ছেন জোর রুট ও জশ বাটলার। সাবেক উইকেট কিপার অ্যালান নটেরও জায়গা হচ্ছে রুট-বাটলারদের পাশে।

সুষ্ঠুভাবে বিশ্বকাপ আয়োজনে ভূমিকা রাখায় কয়েকজন সেচ্ছাসেবিকেও দেয়া হচ্ছে রানীর সম্মাননা।

Bootstrap Image Preview